পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মাঘের দুপুরে বালক সংঘে ঘুড়ির লড়াই, ব্যাটের বদলে লাটাই ধরবেন সন্দীপ পাতিল - Sandeep patil

Sandeep Patil to fly Kite in Kolkata: কলকাতায় আসছেন প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল ৷ একটি ক্লাবের শতবর্ষ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি ৷ এই অনুষ্ঠানে ঘুড়ি ওড়াতে দেখা যাবে বিশ্বকাপজয়ী দলের তারকা ক্রিকেটারকে ৷

ETV Bharat
কলকাতায় আসছেন প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 8:57 AM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: মাঘ মাসের দুপুরে কলকাতায় ঘুড়ি ওড়াবেন সন্দীপ পাতিল ৷ তিরাশির বিশ্বকাপ জয়ী দলের সদস্য ঘুড়ির লড়াইয়ে অংশ নেবেন ৷ 11 ফেব্রুয়ারি ভবানীপুরের বালক সংঘ ক্লাবের শতবার্ষিকী অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানেই আসছেন প্রাক্তন ক্রিকেটার ৷ এই অনুষ্ঠানে ঘুড়ির লাটাই নিয়ে ঘুড়ির লড়াইয়ে অংশ নেবেন তিনি ৷

সোমবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে এসে একথা জানান সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া ৷ অভিষেক জানিয়েছেন, কলকাতায় এক সময় ঘুড়ি ওড়ানোর ঐতিহ্য ছিল ৷ সেটা ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে ৷ একেবারে আইপিএলের ধাঁচে এই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হবে ৷ সন্দীপ পাটিলও এটা শুনে উৎসাহ দেখিয়েছেন ৷ ভবানীপুরের বালক সংঘ ক্লাবের শতবর্ষ পালনের উদযাপন চলবে সারা বছর ধরেই ৷ সেই উপলক্ষ্যে বছরভর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ এই অনুষ্ঠানের সূচনা হবে 11 ফেব্রুয়ারি, আগামী রবিবার ৷

ফুটবল, টেবিল টেনিস এবং ক্রিকেটের ক্ষুদে প্রতিভাদের আঁতুড়ঘর বালক সংঘ ৷ ক্রীড়াজগতের অতীত এবং বর্তমানের বহু প্রতিভা এই বালক সংঘ ক্লাব থেকে উঠে এসেছে ৷ তবে আগের মতো রমরমা নেই এই ক্লাবের ৷ কিন্তু সোনালি অতীত ফিরে পাওয়ার চেষ্টায় খামতি নেই ৷

তাই শতবর্ষের বছরভর অনুষ্ঠান যেন ক্লাবের পুনারম্ভ ৷ সন্দীপ পাতিল শুধু ঘুড়িই ওড়াবেন না, বর্ষব্যাপী অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন করবেন ৷ সাংবাদিক সম্মেলনে অভিষেক ডালমিয়া জানিয়েছেন, ঘুড়ি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ চারটি দল ঘুড়ির লড়াইয়ে নামবে ৷ তার মধ্যে দু'টি দল বাইরে থেকে অংশ নিতে আসবে ৷ অনেকটা হোম অ্যাওয়ে ঢংয়ে ঘুড়ির লড়াই হবে ৷ নানা রংয়ের, নানা ডিজাইনের ঘুড়ি উড়িয়ে হবে ধুন্ধুমার প্রতিযোগিতা ৷ কলকাতার বাইরের দলও অংশ নেবে ৷ এছাড়াও সারা বছর ধরে ফুটবল, ব্যাডমিন্টন, টেবল টেনিস টুর্নামেন্টও চলবে ৷

আরও পড়ুন:

  1. মকর সংক্রান্তিতে এক সুতোয় হাজার ঘুড়ি উড়িয়ে রেকর্ড রাজস্থানের ঘুড়িওয়ালা কাদিরের
  2. গুজরাতের আকাশে রং-বেরঙের ঘুড়ি, শুরু হল আন্তর্জাতিক ঘুড়ি উৎসব
  3. ঘুড়ি কাটা নিয়ে বিবাদের জের, যুবককে গুলি করে খুন

ABOUT THE AUTHOR

...view details