পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুষ্কৃতী হামলা, পরপর ছুরিকাঘাত ! গুরুতর আহত হয়ে হাসপাতালে ইয়ামালের বাবা - Lamine Yamal - LAMINE YAMAL

Lamine Yamal Father Hospitalized: গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মুনির নাসরাউই ৷ সম্পর্কে তিনি স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামালের বাবা ৷

Lamine Yamal
লামিন ইয়ামাল (AP)

By ETV Bharat Sports Team

Published : Aug 15, 2024, 3:18 PM IST

Updated : Aug 15, 2024, 3:23 PM IST

বার্সেলোনা, 15 অগস্ট: দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হলেন লামিন ইয়ামালের বাবা মুনির নাসরাউই ৷ বুধবার রাতে এই ঘটনা ঘটেছে স্পেনের মাতারোয় । স্প্যানিস সংবাদপত্র লা ভ্যানগার্ডিয়া সূত্রে খবর, তিনবার তাঁর পেটে ছুরি চালায় দুষ্কৃতীরা ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ আপাতত স্থিতিশীল মুনির ৷

জানা গিয়েছে, কয়েকজন ব্যক্তির সঙ্গে কোনও বিষয় নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন মুনির ৷ ক্রমশ জটিল হয়ে ওঠে পরিস্থিতি ৷ কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা ৷ তারপরেই তাঁর পেটে ছুরি চালিয়ে দেয় দুষ্কৃতীরা ৷ পরপর তিনবার তাঁর পেটে ছুরি চালানো হয় ৷ সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় ৷

মাত্র সতেরো বছর বয়সে ইউরো কাপ জিতে সাড়া ফেলে দিয়েছেন ইয়ামাল ৷ স্পেনের জার্সিতে কিশোর বয়সেই নজর কেড়েছেন তিনি ৷ স্পেনের প্রায় প্রতিটি ম্যাচেই দর্শকাসনে দেখা গিয়েছে মুনিরকে ৷ যদিও ওয়ার্কলোডের কারণে প্যারিস অলিম্পিক্সে নামেননি বিশ্ময় বালক ৷ বার্সেলোনার জার্সিতে সবুজ গালিচায় ফুল ফোটানোর পাশাপাশি তাঁর নজরে এখন আর্তেমিয়ো ফ্রানসি কাপ ৷ বর্তমানের লা ফাইনালিসিমা ৷ উয়েফা ইউরো চ্যাম্পিয়ন বনাম কোপা আমেরিকা চ্যাম্পিয়নের দ্বৈরথ ৷ এবার সেই কাপ ঘরে তুলতে নামবে আর্জেন্তিনা ও স্পেন ৷

17 বছর আগে জোয়ান ম্যানফোর্ট বলে এক চিত্রগ্রাহক একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য কিছু ছবি তুলেছিলেন ৷ লেন্সের সামনে ছিলেন তরুণ লিও ও মাস ছয়েকের ইয়ামাল ৷ সেই লিওনেল মেসিই ইয়ামালের আদর্শ ৷ ফলে মুখোমুখি লড়াইয়ে ‘গুরু’কে টপকে দক্ষিণা দিতে চাইছেন লামিন ৷

Last Updated : Aug 15, 2024, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details