পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাবরের পাশে দাঁড়িয়ে বোর্ডের শো-কজ নোটিশ পেলেন পাক ক্রিকেটার - FAKHAR ZAMAN SHOW CAUSED

সতীর্থ বাবর আজমের সমর্থনে সুর চড়িয়ে শো-কজ নোটিশ পেলেন ফকহর জামান ৷ পিসিবি'র তরফে কী বলা হল চুক্তিবদ্ধ ক্রিকেটারকে?

BABAR AZAM
বাবর আজম (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 15, 2024, 11:31 AM IST

লাহোর, 15 অক্টোবর: বাবর আজমের সমর্থনে সুর চড়িয়ে এবার বিপাকে তাঁর সতীর্থ ফকহর জামান ৷ প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ানোয় বাঁ-হাতি ওপেনিং ব্যাটারকে শো-কজ নোটিশ পাঠাল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ আগামী 21 অক্টোবরের মধ্যে ফকহরকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে ৷

বাবর আজমকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে বাকি দু'টি টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়া হতে পারে ৷ বোর্ডের নবনির্বাচিত নির্বাচক কমিটির সিদ্ধান্ত আগাম জানতে পেরে গত রবিবার একটি টুইট করেন ফকহর ৷ যেখানে খারাপ ফর্মের মধ্যে থাকা বাবরকে আরও সময় দেওয়ার কথা বলে নির্বাচকদের বার্তা দিয়েছিলেন তিনি ৷

বিরাট কোহলির খারাপ ফর্মের প্রসঙ্গ টেনে 82টি ওডিআই খেলা পাক ব্য়াটার লেখেন, "শুনছি বাবর আজমকে বসানোর চিন্তাভাবনা চলছে, যা ভীষণই উদ্বেগের ৷ ভারত কিন্তু 2020-2023 বিরাট কোহলি যখন 19.33, 28.21 এবং 26.50 গড়ে তিন ফর্ম্য়াটে খেলছেন, তখন তাঁকে বাদ দেয়নি ৷ আমরা যদি দলের প্রধান ব্যাটার, মতান্তরে পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটারকে সাইডলাইনে পাঠাই তাহলে ভীষণই নেতিবাচক বার্তা যাবে ৷ এখনও সময় রয়েছে দলের মূল ক্রিকেটারদের যথাসাধ্য আগলে রাখার ৷"

ফকহরের এই টুইটের কিছুক্ষণের মধ্যেই জল্পনা সত্যি করে বাবর আজমকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে শেষ দু'টি টেস্টের দল থেকে বাদ দেওয়া হয় ৷ বাদ পড়েন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, সরফরাজ খানও ৷ বাবরকে সমর্থনের জন্য ছাড় পাননি ফকহরও ৷ রবিবার রাতেই শো-কজ নোটিশ পাঠানো হয় বোর্ডের চুক্তিবদ্ধ ব্য়াটারকে ৷

পাকিস্তানের প্রথমসারির এক সংবাদমাধ্যমকে পিসিবি মুখপাত্র জানিয়েছেন, ফকহরের মন্তব্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তির পরিপন্থী ৷ বোর্ডের পলিসি নিয়ে চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটার এভাবে পাবলিক ফোরামে কিছু বলতে পারেন না বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক ৷ তিনি বলেন, "ফকহরের শো-কজের উত্তর যদি সন্তোষজনক না-হয় সেক্ষেত্রে বোর্ডের চুক্তি অনুযায়ী জরিমানার মুখে পড়বেন তিনি ৷"

ABOUT THE AUTHOR

...view details