পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কলকাতা লিগে 4 ভূমিপুত্র বাধ্যতামূলক করল আইএফএ - IFA - IFA

Calcutta Football League: আইএফএ সাত ভূমিপুত্রকে খেলানোর প্রস্তাব দেওয়া হলেও শেষ পর্যন্ত 4 জন ভূমিপুত্রে সিলমোহর পড়ল ৷ আগামী মরশুম থেকে কলকাতা ফুটবল লিগে এই নিয়ম কার্যকর হবে ৷

IFA ,
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 3:16 PM IST

Updated : Apr 4, 2024, 3:35 PM IST

কলকাতা, 4 এপ্রিল: বাংলার ক্রীড়াক্ষেত্রে ভূমিপুত্রদের সংরক্ষণে জোর। বাংলার ক্রিকেটারদের নিয়ে ইতিমধ্যেই বেঙ্গল প্রো টি-20 টুর্নামেন্ট শুরু হতে চলেছে জুন মাস থেকে। এবার কলকাতা লিগে চার ভূমিপুত্র বাধ্যতামূলক করল রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা। বাংলার ফুটবলার তুলে আনতে এই বছর থেকে কলকাতা লিগে ভূমিপুত্র খেলানোর নিয়ম বাধ্যতামূলক করল আইএফএ। তবে আইএফএ যতটা ক্লাবগুলোর কাছে প্রস্তাব রেখেছিল, তা হয়নি। প্রথম একাদশে 7 জন ভূমিপুত্র খেলানোর নিয়ম চালু করা যায় কি না, তার প্রস্তাব ছিল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার । তাতে আশা, অনেক বেশি বাঙালি ফুটবলার উঠে আসবে এবারের লিগ থেকে ।

কিন্তু আইএফএ-এর এই প্রস্তাবে বেঁকে বসে কলকাতার বড় ক্লাব-সহ বেশ কয়েকটি ক্লাব । যাদের মধ্যে তিন প্রধান সবার আগে বেঁকে বসে । তারা স্পষ্ট জানায়, এই মুহূর্তে ভালো মানের প্রয়োজনীয় সংখ্যক বাঙালি ফুটবলার নেই । ফলে শক্তিশালী দল গড়া যাবে না । শেষ পর্যন্ত দু'টি বৈঠকের পর, বুধবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাত নয়, প্রথম একাদশে 4 জন বাঙালি ফুটবলার খেলানোর নিয়ম চালু করা হবে এবারের লিগ থেকে । তবে, বাঙালি ফুটবলারদের তুলে আনার ক্ষেত্রে আইএফএ'র প্রস্তাবে বাংলার ক্লাবগুলোই বিরোধিতা করায়, যথেষ্ট বিতর্ক তৈরি হয় ময়দানে ।

একই সঙ্গে নিয়মের ফাঁক রয়েছে বলে মনে করা হচ্ছে । বাংলার ভূমিপুত্র বা বাঙালি ফুটবলারের সংজ্ঞা কী হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে । কিন্তু আইএফএএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, বাঙালি ফুটবলার বলতে বাংলায় জন্ম হয়েছে এমন ফুটবলারই যোগ্য বলে বিবেচিত হবেন । তিনি ভূমিপত্র কি না, তা আধারকার্ডের মাধ্যমে ধরা হবে ।

এই ক্ষেত্রে বাংলায় এসে আধার কার্ড বানিয়ে নিয়ে এসেও তো সংশ্লিষ্ট ফুটবলারটি ভূমিপুত্র বলে দাবি করতে পারেন ? এই বিষয়ে আইএফএ সচিবের বক্তব্য, আধার কার্ড বানালেই হবে না তা কত পুরানো সেটাও দেখা হবে। সেইরকম একটা নিয়ম থাকছে । আর আধার কার্ড জাল করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । তিন প্রধানের মধ্যে ইস্টবেঙ্গল ধীরে ধীরে এই নিয়ম প্রয়োগের কথা বলেছিল। একাদশে দু'জন বাঙালি ফুটবলার প্রস্তাব দিয়েছিল তারা। মোহনবাগান সুপারজায়ান্ট এবং মহমেডান স্পোর্টিং-সহ অন্যান্য দল নানান প্রস্তাব দিয়েছিল। তাঁদের একটাই দাবি, এক সঙ্গে এত ভূমিপুত্র সম্ভব নয়। সেই কথা মাথায় রেখে সাত ভূমিপুত্র রাখার কথা ভাবা হলেও তা কমিয়ে চারজন করা হয়েছে । জুন মাসের শেষে শুরু হতে চলেছে কলকাতা লিগ। এবার দু'টো দলের অবনমন হবে ।

আরও পড়ুন :

  1. আগামী মরশুমে ফুটবলার নিতে বাংলাদেশে চোখ ইস্টবেঙ্গলের
  2. অনেক প্রশ্নের উত্তর অজানা রেখেই বেঙ্গল প্রো-লিগ ঘোষণা সিএবির
  3. ম্যাচ গড়াপেটায় উয়াড়ি, টালিগঞ্জ অগ্রগামীকে সাসপেন্ড করল আইএফএ; তদন্তে পুলিশ
Last Updated : Apr 4, 2024, 3:35 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details