হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: ইংলিশ প্রিমিয়র লিগে আগামিকাল সুপার সানডে ৷ মেগা ম্য়াচে মুখোমুখি লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যান সিটি বনাম গতবারের রানার্স আর্সেনাল ৷ আর্লিং হ্য়ালান্ড বনাম বুকায়ো সাকার দ্বৈরথ দেখতে মুখিয়ে ফুটবল অনুরাগীরা ৷ 2024-25 প্রিমিয়র লিগেও ভালো শুরু করেছে দুই ক্লাব ৷ প্রথম চার ম্য়াচের সবক'টিতেই জয় পেয়েছে পেপ গুয়ার্দিয়োলা প্রশিক্ষণাধীন ম্য়ান সিটি ৷ অন্যদিকে তিন ম্য়াচে জয় পেয়েছে আর্সেনাল ৷ সুতরাং, রবিবারের ম্যাচ জিতলে সিটিকে টপকে যাওয়ার সুযোগ মিকেল আর্তেতার দলের ৷
কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় রবিবার রাত 9 টায় শুরু হবে ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনাল দ্বৈরথ ৷ চলতি ম্য়াচউইকের শেষ ম্যাচ হতে চলেছে দুই পিএল জায়ান্টের লড়াই ৷
কোথায় হবে ম্য়াচ: আর্সেনালের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার সিটি রবিবার খেলবে নিজেদের ঘরের মাঠে ৷ অর্থাৎ, ম্যাঞ্চেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে ৷ ফলত ঘরের মাঠের সুবিধা যে পেপ গুয়ার্দিয়োলার দল যে পাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ তবে ফলাফল কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে অনুরাগীরা ৷