হায়দরাবাদ, 25 জানুয়ারি: নিজামের শহরে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামল ইংল্যান্ড ৷ উপলে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ৷ ভারতীয় দলে দু'টি পরিবর্তন ৷ কুলদীপ যাদবের পরিবর্তে অক্ষর প্যাটেল ও বিরাট কোহলির বদলে শিখর ভরতকে দলে নিয়েছে টিম ইন্ডিয়া ৷
বিরাট কোহলিকে বিশ্রাম রেখেই মাঠে নামল টিম ইন্ডিয়া ৷ বিরাটের বদলে দলে এলেন শিখর ভরত ৷ উইকেটের পিছনে দস্তানা হাতে দায়িত্ব সামলাবেন তিনি ৷ তবে কোহলির পরিবর্তে দলে চার নম্বরে ব্যাটিং করবেন লোকেশ রাহুল ৷ পাক বংশোদ্ভূত ক্রিকেটার শোয়েব বশিরের ভিসা বিতর্ক দূরে সরিয়ে মাঠে নামল স্টোকস অ্যান্ড কোং ৷ ইংল্যান্ডের হয়ে এদিন অভিষেক হল টিম হার্টলের ৷
রোহিত অ্যান্ড কোং দুই পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে ৷ বুমারার সঙ্গী সিরাজ ৷ তবে স্পিন ত্রয়ীর মধ্যে অশ্বিন ও জাদেজার সঙ্গে দলে জায়গা পেয়েছেন অক্ষর ৷ কুলদীপের পরিবর্তে অল-রাউন্ডার অক্ষরেই ভরসা রেখেছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক ৷ 'বাজবল' থিওরি নিয়ে ম্য়াচের আগের দিনই অসন্তোষ প্রকাশ করেছেন বুমরা ৷ টেস্ট ক্রিকেটে এই 'থিওরি' চলে না বলেও মনে করেন টিম ইন্ডিয়ার এই নম্বর ওয়ান পেসার ৷