কলকাতা, 23 জুলাই: আমাদের প্রাথমিক লক্ষ্য আইএসএলের সুপার সিক্সে পৌঁছন, মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামার আগে দলের প্রধান লক্ষ্য ঠিক করে দিলেন অধিনায়ক ক্লেইটন সিলভা। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল পুরো ইস্টবেঙ্গল দল। ফুটবলারদের পরিচয় করানোর উদ্দেশ্যেই এই আয়োজন। সেখানে ফুটবলারদের পরিচিত করার মধ্যেই নতুন মরসুমের লাল হলুদ লক্ষ্য নিয়ে প্রশ্ন উঠল।
সাংবাদিকদের মুখোমুখি পুরো ইস্টবেঙ্গল দল (ইটিভি ভারত) অধিনায়ক ক্লেইটন সিলভাকে পাশে নিয়ে কোচ কার্লেস কুয়াদ্রাত জানিয়েদিলেন গতবছরটা ছিল প্রমাণ করার। ইস্টবেঙ্গল যে কিছু করতে পারে তা দেখানো। ডার্বি জয়ের খরা কাটানো। গতবছর ট্রফি এসেছে। ডার্বিতে জয় এসেছে। দলের প্রস্তুতি নিয়ে খুশি লাল হলুদ কোচ বলছেন,“দল হিসেবে মোহনবাগান শক্তিশালী। আমরা এই বছর যে কোনও চ্যালেঞ্জ নিতে তৈরি। আশাকরি সকলের প্রত্যাশা পূরণ করতে পারব। চেষ্টার খামতি থাকবে না। ”
কোচের কথার সুর ধরেই অধিনায়ক ক্লেইটন সিলভা জানিয়েছেন তাঁর এবং দিয়ামানতেকোসের জুটি গোলখরা দূর করতে পারবে। একই সঙ্গে তিনি যোগ করেছেন,“আমাদের প্রধান লক্ষ্য আইএসএলের সুপার ছয়ে প্রবেশ করা। তারপর অনেক কিছুই হতে পারে। ”
লগ্নিকারী কর্নধার আদিত্য আগরওয়াল শচিন তেন্ডুলকারের সাফল্য ব্যর্থতার অনুপাতের গল্প শুনিয়ে বলেছেন যে কোনও সাফল্যের জন্য সময় জরুরি। দলের ব্যর্থতার দায় তারা বহন করবেন। সাফল্যের আলো পুরো দলের। ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন খুব দ্রুতই তারা পুরানো ইস্টবেঙ্গলকে দেখা যাবে। সেই চেষ্টাই সকলে মিলে করছেন।
সোমবার দীর্ঘ আলোচনায় বসেছিলেন লগ্নিকারী কর্তা এবং দেবব্রত সরকার। ষষ্ঠ বিদেশি নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। লাল হলুদ কোচ বলছেন ষষ্ঠ বিদেশির খোঁজ শীঘ্রই শেষ হবে।