নয়াদিল্লি, 10 এপ্রিল: জয়ের হ্যাটট্রিকের সঙ্গে বেঁচে থাকবে প্লে-অফের আশাও ৷ সেই ‘ডু অর ডাই’ ম্যাচে শুরুতেই পিছিয়ে লাল-হলুদ ৷ 19 মিনিটে উইলমার জর্ডনের করা গোলে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল ৷ 7 মিনিটের মাথায় দুরন্ত গোলে সমতা ফেরাল ইস্টবেঙ্গল ৷ একক প্রচেষ্টায় দুরন্ত গোল সায়ন বন্দ্যোপাধ্যায়ের ৷ যদিও প্রথমার্ধের শেষে মাদিহ তালালের গোলে 2-1 এগিয়ে পঞ্জাব ৷
গুরুত্বপূর্ণ ম্যাচে কার্ড সমস্যায় নেই গোলরক্ষক প্রোভসুখন গিল এবং মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী । গিলের না থাকা বড় ধাক্কা । কারণ পরিবর্ত মাঠে নামা গোলরক্ষক কমলজিৎ সিং পুরো মরসুমে একটিও ম্যাচ খেলেননি । যদিও ম্যাচে 18 মিনিটে দুরন্ত সেভে জাত চিনিয়েছেন তিনি ৷
পরপর দু’টো ম্যাচে জয় । আইএসএলে যা কখনই করতে পারেনি ইস্টবেঙ্গল । রবিবার সেই অধরা স্বপ্নপূরণ করে ফেলেছে তারা । যদিও শেষ ম্যাচে চেন্নাইয়িন জিতে যাওয়ায় 21 ম্যাচে 24 পয়েন্ট পাওয়া ইস্টবেঙ্গলের কাজটা খানিক কঠিন ৷ যার প্রথম ধাপ, পঞ্জাবকে হারানো ৷ ফলে দার্শনিক চিন্তার চেয়ে লাল-হলুদ ব্রিগেড বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পঞ্জাব ম্যাচটি দেখতে চাইছে। আইএসএলে প্রথম পর্বে এই ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছিল। মাঝের সময়ে পয়েন্ট টেবিলে অনেক ওঠা-নামা হয়েছে ।
এখন প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে ইস্টবেঙ্গলের একমাত্র জয় চাই। যদিও তা হলেও অঙ্কের দিকে তাকিয়ে থাকতে হবে লাল-হলুদকে ৷ এক নজরে দেখে নেওয়া যাক কোন অংকে লাল-হলুদ প্লে-অফে পৌঁছতে পারে:
- নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ ড্র
- এফসি গোয়া হারাল চেন্নাইয়িন এফসিকে
- ওড়িশা এফসি হারাল নর্থ ইস্ট ইউনাইটেডকে
- ইস্টবেঙ্গল হারাল পাঞ্জাব এফসিকে
আরও পড়ুন:
- কৃষ্ণার জন্য ঝাঁপাচ্ছে মহমেডান, অতনু-ইউসুফকে সর্বোচ্চ সম্মান ক্লাবের
- জয়ের হ্যাটট্রিকের সঙ্গে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে চায় ইস্টবেঙ্গল
- কোন অঙ্কে শেষ ছ’য়ের রাস্তা খুলবে ইস্টবেঙ্গলের ?