পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চোটে ছিটকে গেলেন আজাদ, সুপার সিক্সের শুরুতে কাস্টমসের কড়া চেকিংয়ে লাল-হলুদ - CFL 2024

EAST BENGAL TO FACE CALCUTTA CUSTOMS: গ্রুপ পর্বে হোঁচট খাওয়া প্রতিপক্ষ ক্য়ালকাটা কাস্টমস-ই বৃহস্পতিবার সুপার সিক্সের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে ৷ সেই ম্যাচে নামার আগে আবার খারাপ খবর লাল-হলুদ শিবিরে ৷ ছিটকে গেলেন এক ফুটবলার ৷

EAST BENGAL TO FACE CALCUTTA CUSTOMS
কাস্টমসের সামনে ইস্টবেঙ্গল (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Sep 12, 2024, 12:13 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: চলতি কলকাতা লিগে গ্রুপ পর্বে একটি মাত্র ম্য়াচে ইস্টবেঙ্গলকে হোঁচট খেতে হয়েছে ৷ সেই ম্য়াচের প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধেই সুপার সিক্সের প্রথম ম্যাচে বৃহস্পতিবার নামছে ইস্টবেঙ্গল ৷ কিন্তু অতীত ভুলে আজ পুরো পয়েন্ট ঘরে তুলতে মরিয়া বিনো জর্জের ছেলেরা ৷ তাছাড়া সুপার সিক্সের আগে ভালো জায়গায় নেই সুপার সিক্সে ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ। দলের অধিকংশ ফুটবলার আই লিগ খেলতে চলে গিয়েছেন। তবু ছেলেরা চ্যালেঞ্জ ছুড়বে বলে আত্মবিশ্বাসী কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য।

অন্যদিকে দল লিগে ছন্দে থাকলেও সমীহের সুর ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জের গলায়। প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছেন তিনি। সুপার সিক্সের সকল প্রতিপক্ষকেই শক্তিশালী বলে মনে করেন। ফলত অঙ্ক কষে কাস্টমসকে হারানোর ছক কষছেন লাল-হলুদ কোচ। গ্রুপ পর্বের ম্যাচের অভিজ্ঞতা থেকে ফুটবলারদের সতর্ক করছেন তিনি। এদিকে সুপার সিক্সের আগে খারাপ খবর ইস্টবেঙ্গল শিবিরে ৷ হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে সুপার সিক্স অনিশ্চিত মিডফিল্ডার আজাদ সাহিমের ৷ অন্ততপক্ষে চার ম্যাচ মাঠের বাইরে তিনি। তবে চোট-আঘাতের কথা মাথায় না-রেখে যাঁরা আছেন তাঁদের নিয়েই কাস্টমস চেকিং এড়াতে চায় ইস্টবেঙ্গল।

কোনও সন্দেহ নেই চলতি কলকাতা লিগে ইস্টবেঙ্গল সবচেয়ে ধারাবাহিক দল। 12 ম্যাচে 34 পয়েন্ট ঝুলিতে নিয়ে শীর্ষে ৷ প্রতিটি ম্যাচেই দাপট দেখিয়ে জয় তুলে নিয়ে এসেছে ছেলেরা। সুপার সিক্সে পিভি বিষ্ণুদের মত সিনিয়র দলের ফুটবলাররাও খেলবেন। পাঁচ ম্যাচের যুদ্ধে প্রতিপক্ষকে জায়গা ছাড়তে রাজি নয় ইস্টবেঙ্গল। কারণ, লিগের ট্রফি পুনরুদ্ধারই যে পাখির চোখ। সেই লক্ষ্যপূরণে বিনো জর্জ ধাপে ধাপে এগোতে চান। যার প্রথম ধাপে বুধবার সামনে কাস্টমস।

এদিকে বৃষ্টিবিঘ্নিত কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের প্রথম ম্যাচ। ব্যারাকপুর স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিং বনাম ভবানীপুর ক্লাবের ম্যাচটি বুধবার দ্বিতীয়ার্ধে বৃষ্টির কারণে আরসম্ভব হয়নি। গোলশূন্য সেই ম্যাচের বাকি পঁয়তাল্লিশ মিনিট বৃহস্পতিবারই ওই মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আইএফএ।

ABOUT THE AUTHOR

...view details