কলকাতা, 12 সেপ্টেম্বর: চলতি কলকাতা লিগে গ্রুপ পর্বে একটি মাত্র ম্য়াচে ইস্টবেঙ্গলকে হোঁচট খেতে হয়েছে ৷ সেই ম্য়াচের প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধেই সুপার সিক্সের প্রথম ম্যাচে বৃহস্পতিবার নামছে ইস্টবেঙ্গল ৷ কিন্তু অতীত ভুলে আজ পুরো পয়েন্ট ঘরে তুলতে মরিয়া বিনো জর্জের ছেলেরা ৷ তাছাড়া সুপার সিক্সের আগে ভালো জায়গায় নেই সুপার সিক্সে ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ। দলের অধিকংশ ফুটবলার আই লিগ খেলতে চলে গিয়েছেন। তবু ছেলেরা চ্যালেঞ্জ ছুড়বে বলে আত্মবিশ্বাসী কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য।
অন্যদিকে দল লিগে ছন্দে থাকলেও সমীহের সুর ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জের গলায়। প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছেন তিনি। সুপার সিক্সের সকল প্রতিপক্ষকেই শক্তিশালী বলে মনে করেন। ফলত অঙ্ক কষে কাস্টমসকে হারানোর ছক কষছেন লাল-হলুদ কোচ। গ্রুপ পর্বের ম্যাচের অভিজ্ঞতা থেকে ফুটবলারদের সতর্ক করছেন তিনি। এদিকে সুপার সিক্সের আগে খারাপ খবর ইস্টবেঙ্গল শিবিরে ৷ হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে সুপার সিক্স অনিশ্চিত মিডফিল্ডার আজাদ সাহিমের ৷ অন্ততপক্ষে চার ম্যাচ মাঠের বাইরে তিনি। তবে চোট-আঘাতের কথা মাথায় না-রেখে যাঁরা আছেন তাঁদের নিয়েই কাস্টমস চেকিং এড়াতে চায় ইস্টবেঙ্গল।