কলকাতা, 5 জানুয়ারি: খুলে গিয়েছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ৷ চোটে ফরাসি মিডফিল্ডার মাদিহ তালালের মরশুম শেষ হয়ে যাওয়ার পর তাঁর বিকল্প কে? জানতে উৎসাহী ইস্টবেঙ্গল জনতা ৷ ক্লাবের তরফে সরকারি কোনও ঘোষণা না-এলেও ট্রান্সফার মার্কেটের যা গুঞ্জন, তাতে কোস্টারিকার জাতীয় দলের হয়ে খেলা এক স্ট্রাইকার কার্যত নিশ্চিত লাল-হলুদে ৷
খুব বড় অঘটন না-ঘটলে কোস্টারিকার প্রিমিয়র ডিভিশনের ক্লাব মিউনিসিপ্য়াল লিবেরিয়ার হয়ে খেলা জুর্গেন্স মন্টেনেগ্রো আসছেন লাল-হলুদে ৷ চলতি মরশুমে কোস্টারিকার ক্লাবের হয়ে 15টি ম্য়াচে ছ'টি গোল হয়ে গিয়েছে পাঁচ ফুট 10 ইঞ্চির এই ফুটবলারের ৷ তালালের বিকল্প বাছতে প্রায় 20 জন বিদেশি প্রাথমিক তালিকায় ছিল ইস্টবেঙ্গল কোচের ৷ তাঁদের মধ্যে থেকে মন্টেনেগ্রোকেই সবচেয়ে মনে ধরেছে অস্কার ব্রুজোঁ ৷ গোলের পাশাপাশি 5টি অ্যাসিস্টও চলতি মরশুমে রয়েছে কোস্টারিকানের নামের পাশে। স্ট্রাইকারের পাশাপাশি তিনি স্বচ্ছন্দ লেফট উইঙ্গার হিসেবেও।