পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সুপার সিক্স নয়, প্রতিটি ম্যাচ ফাইনাল ধরে এগোতে চান অস্কার ব্রুজোঁ - ISL 2024 25

মুম্বই সিটির বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গলে চোট সমস্যা রয়েছে। প্রতিপক্ষ মুম্বই গত কয়েক বছরের মতো ছন্দে নেই, তবে নামের ওজন রয়েছে।

ISL 2024 25
বাঁ-দিক থেকে হেক্টর ইউস্তে ও লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ (ইস্টবেঙ্গল এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Sports Team

Published : Jan 6, 2025, 11:05 AM IST

কলকাতা, 6 জানুয়ারি: সুপার সিক্সে জায়গা পাওয়া নিয়ে অস্কার ব্রুজোঁ কি সন্দিহান? মুম্বই সিটি এফসি ম্যাচের 24 ঘণ্টা আগে হেক্টর ইউস্তেকে পাশে নিয়ে যা বললেন, তাতে ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে জায়গা পাওয়া নিয়ে দলের অন্দরেই হয়তো সংশয় তৈরি হয়েছে। না-হলে অস্কার ব্রুজোঁ কেন বলবেন, "এখনই সুপার সিক্স নিয়ে ভাবছি না। একটা ম্যাচ ধরে এগোতে চাই ৷ ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চাই ৷"

লাল-হলুদ শিবিরের হেড স্যরের আরও সংযোজন, "প্রথমদিকে অনেকগুলি ম্যাচ হারার ফলে এখন সুপার সিক্স কিছুটা কঠিন ৷ তবে তা নিয়ে অতিরিক্ত ভেবে খেলোয়াড়দের উপরে চাপ দিতে চাই না। প্রত্যেকটা ম্যাচে 3 পয়েন্ট পাওয়াই লক্ষ্য। প্রতিটি ম্যাচই আমাদের কাছে ফাইনাল।"

প্রতিটি ম্যাচ ফাইনাল ধরে এগোতে চান অস্কার ব্রুজোঁ (ইটিভি ভারত)

হায়দরাবাদ এফসি ম্যাচ থেকে 1 পয়েন্ট পাওয়া অবশ্যই বড় ধাক্কা। 11 নম্বর থেকে ছয়ে ঢুকে পড়ার জন্য দলগুলির মধ্যে পয়েন্টের দূরত্ব বেশি নয়। তবে তার জন্য যে ধারাবাহিক দাপট দরকার তা যেন কোথাও একটা ধাক্কা খেয়েছে। আসলে প্রথম দিকে হারের ডাবল হ্যাটট্রিক ইস্টবেঙ্গলকে কঠিন সমস্যায় ফেলে দিয়েছে, যার হ্যাংওভার কাটিয়ে সামনে মসৃণভাবে এগিয়ে যাওয়া কঠিন। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গলে চোট সমস্যা রয়েছে। অস্কার ব্রুজোঁ জানিয়েছেন, আনোয়ার এবং লালচুংনুঙ্গা সম্ভবত খেলতে পারে, তবে সৌভিক 50-50। প্রতিপক্ষ মুম্বই গত কয়েক বছরের মতো ছন্দে নেই। তবে নামের ওজন রয়েছে। তাই সমীহ মুম্বইকে ঘিরে।

মুম্বই অন্যতম সেরা দল ওরাও নিজেদের গুছিয়ে নিচ্ছে ৷ ওরাও জিততে মরিয়া থাকবে ৷ আমরা জানি ওরা আক্রমণাত্মক এবং প্রেসিং ফুটবল খেলতে ভালোবাসে, আমাদের তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে", বলছেন, লাল-হলুদ হেডস্যর। নতুন বছরে নতুন জয়ের খোঁজে নামতে চায় ইস্টবেঙ্গল। তাই অস্কার ব্রুজোঁ যখন বলেন, "আমাদের ধারাবাহিক উন্নতি করতে হবে। 2025 সাল নতুনভাবে শুরু করতে হবে। তার জন্য আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচ‌ই ফাইনাল। 2025 সালে আমরা অযথা সুপার সিক্স নিয়ে ভাবতে চাই না ৷ পুরো বছরেই আমাদের ভালো খেলা লক্ষ্য। পুরো বছরই সাফল্য পাওয়া আমাদের লক্ষ্য," তখন এতদিনের স্বপ্নগুলি কোথায় যেন ধাক্কা খায়।

সোমবারের ম্যাচের পরেই ডার্বি। তা কোথায় হবে জানতে আগ্রহী অস্কার। তবে ডার্বির ঘুটি সাজালেও মুম্বই ম্যাচে পুরো পয়েন্টেই নজর দিতে চান তিনি আর তা যে কোনও মূল্যে। তাই নন্দ, ক্লেইটন এবং হিজাজির তিনটি হলুদ কার্ড থাকলেও ওদের নিয়ে আলাদা করে ভাবছন না। মুম্বই ম্যাচের পরে ডার্বির জন্য ওদের বাঁচিয়ে রাখার কোনও কারণও দেখেন না। "আমরা প্রত্যেককেই খেলাব। কারণ এখান থেকে আমরা পয়েন্ট নষ্ট করতে চাই না," আশার আলো জ্বলছে অস্কার ব্রুজোঁর চোখে।

ABOUT THE AUTHOR

...view details