কলকাতা, 22 ফেব্রুয়ারি: একটা জয় সুপার সিক্সের দরজা খুলে দেবে। আইএসএলের ইতিহাসে প্রথমবার সুপার সিক্সে ঢুকে পড়ার সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে রাজি নয় ইস্টবেঙ্গল। নতুন বিদেশি আলেকজাণ্ডার পন্টিচকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে কোচ কার্লেস কুয়াদ্রাত জানান, আইএসএলে ইস্টবেঙ্গল কখনও পরপর দু’টো ম্যাচ জেতেনি ৷ তাই এটা দলের কাছে বড় চ্যালেঞ্জ। ফুটবলারদের ফোকাস বজায় রয়েছে । যেকোনও মূল্যে ম্যাচটা জেতার জন্য ফুটবলাররা মুখিয়ে। তাই 3 পয়েন্টের জন্য দলের প্রতিটি সদস্য ঝাঁপিয়ে পড়তে তৈরি বলে জানান কোচ কুয়াদ্রাত।
হায়দরাবাদ এফসি-কে 1-0 গোলে হারিয়ে ফের জয়ের সরণিতে উঠেছে লাল-হলুদ ব্রিগেড । আইএসএলের পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল এখন 8 নম্বরে । এবার সামনে খালিদ জামিলের জামশেদপুর এফসি। আইএসএলের প্রথম সাক্ষাতে দুই দলের লড়াই গোলশূন্য ভাবে শেষ হয়েছিল । সুপার কাপে ইস্টবেঙ্গল জয় লাভ করেছিল । এবার আইএসএলে লড়াই । জামশেদপুর এফসি ফর্মে রয়েছে । পঞ্জাব এফসিকে বড় ব্যবধানে হারিয়েছে চিমা চুকুয়ামারা। লাল-হলুদ কোচ কুয়াদ্রাত অবশ্য বলছেন, প্রতিপক্ষ সম্পর্কে হোমওয়ার্ক সেরে ফেলেছেন।
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে জামশেদপুরের খেলায় বেশ কিছু ভুল ধরা পড়েছে লাল-হলুদ কোচ কুয়াদ্রাতের চোখে। বৃহস্পতিবার সেই ভুলগুলো কাজে লাগিয়ে আইএসএলে প্রথমবার টানা দুটি জয় তুলে নিতে চান ৷ এই প্রসঙ্গেই কোচ কুয়াদ্রাত বলেন, "জামশেদপুর প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট কঠিন । শেষ কয়েকটি ম্যাচে ওরা ছন্দে ফিরেছে। আশা করছি, দল ছন্দে থেকে জয় তুলে নিতে পারবে।" তিনি আরও বলেন, "ওরা আমাদের মতই প্লে-অফের জন্য লড়াই করছে। আমরা শেষবার ওদের হারিয়েছিলাম । সেই ঘটনার পুনরাবৃত্তি চাই।"