কলকাতা, 25 অগস্ট: সিনিয়র দল ডুরান্ডে অকাল বিদায় নিলেও কলকাতা লিগে ইস্টবেঙ্গল জুনিয়র ব্রিগেডের জয়ের ধারা অব্যাহত ৷ রবিবার নিজেদের মাঠে পিয়ারলেসকে 2-1 গোলে হারাল বিনো জর্জের ছেলেরা ৷ সেইসঙ্গে চলতি কলকাতা লিগে সাতটি ম্যাচ টানা জিতল লাল-হলুদের জুনিয়র ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে এদিন গোল করলেন মহম্মদ আশিক এবং জেসিন টিকে। পিয়ারলেসের হয়ে গোল চাইনের।
প্রাথমিকভাবে শনিবার হওয়ার কথা থাকলেও বৃষ্টি এবং মন্দ আলোর জেরে গতকাল ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচটি পণ্ড হয়ে যায় ৷ যদিও আইএফএ পুনরায় ম্য়াচটির সূচি ঘোষণা করতে বিশেষ সময় নেয়নি ৷ 24 ঘণ্টার মধ্যেই ম্যাচটি ইস্টবেঙ্গল মাঠে পুনরায় আয়োজনের ঘোষণা করে তারা। রবিবার দুপুর 1 টা থেকে আয়োজিত হয় ম্য়াচ। সময় বদলালেও ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে কোনও পরিবর্তন হয়নি। যদিও ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গলের খেলা এদিন মন ভরাতে ব্যর্থ অনুরাগীদের।