আমস্টারডাম, 8 অক্টোবর: জোহান ক্রুয়েফের সতীর্থ তিনি ৷ তাঁর নামেও রয়েছে জোহান, তিনিও কিংবদন্তি ৷ 1974 সালে পশ্চিম জার্মনির বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে তাঁর 90 সেকেন্ডের গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস ৷ ডাচরা সেই ফাইনাল জিততে না-পারলেও এখনও পর্যন্ত বিশ্বকাপ ফুটবল ফাইনালে দ্রুততম গোল সেটিই ৷ প্রয়াত হলেন সেই রেকর্ডের অধিকারী জোহান নিসকেন্স ৷ বয়স হয়েছিল 73 বছর ৷ মৃত্যুর কারণ স্পষ্ট জানা না-গেলেও সোমে নিসকেন্সের প্রয়াণের খবর নিশ্চিত করেছে ডাচ ফুটবল সংস্থা ৷
49টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নিসকেন্সকে বলা হত তাঁর প্রজন্মের অন্যতম সেরা মিডফিল্ডার ৷ নেদারল্যান্ডসের জার্সিতে তাঁর গোলসংখ্য়া 17 ৷ তবে নিসকেন্সকে ফুটবল অনুরাগীরা মনে রেখেছেন তাঁর বক্স টু বক্স ফুটবলের জন্য ৷ 1974 এবং 1978 ৷ টানা দু'বার বিশ্বকাপে রানার্স হয়েছিল ডাচরা ৷ নিসকেন্স ছিলেন সেই দলের অন্যতম সদস্য ৷ প্রাক্তন ফুটবলারের মৃত্যুতে শোকপ্রকাশ করে ডাচ ফুটবল সংস্থা লিখেছে, "জোহান নিসকেন্সের সঙ্গে ডাচ এবং আন্তর্জাতিক ফুটবল এক কিংবদন্তিকে হারাল ৷"