বার্বাডোজ, 3 জুলাই: গতবছর ঘরের মাটিতে বিশ্বকাপ ফাইনাল হারের পর রোহিত শর্মা ফোন না-করলে হয়তো বার্বাডোজে টি-20 বিশ্বজয়ের শরিক হওয়া হত না রাহুল শরদ দ্রাবিড়ের ৷ গতবছর বিশ্বকাপ হারের পরই কোচের পদ মেয়াদ শেষ হয়ে গিয়েছিল 'দ্য ওয়াল'-এর ৷ কিন্তু রোহিতের অনুরোধেই টি-20 বিশ্বকাপ পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ শনিবার বিশ্বজয়ের পর সাজঘরে ফেয়ারওয়েল বার্তায় জানালেন রাহুল ৷ সোশাল মিডিয়ায় তাঁর সেই বার্তা শেয়ার করা হয়েছে বিসিসিআই'য়ের তরফে ৷
গতবছর ওয়ান-ডে বিশ্বকাপের ফাইনালে হারের সঙ্গেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড়-সহ ভারতীয় দলের অন্যান্য কোচিং স্টাফেদের ৷ কিন্তু পরবর্তীতে আলোচনা টি-20 বিশ্বকাপ পর্যন্ত কোচিং স্টাফদের মেয়াদ বৃদ্ধি করে বিসিসিআই ৷ যার নেপথ্যে অবশ্যই রোহিত শর্মা ৷ এই বিষয়ে ফেয়ারওয়েল বার্তায় রোহিত শর্মাকে উদ্দেশ্য করে রাহুল বলেন, "রো, তোমায় ধন্যবাদ নভেম্বরে আমাকে কল করে কোচিং চালিয়ে যেতে বলার জন্য ৷"