মুম্বই, 6 মার্চ: ঘরোয়া ক্রিকেট অর্থাৎ রঞ্জি ট্রফির মতো টুর্নামেন্ট খেলার পক্ষে সওয়াল করলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷ তিনি জানান, রঞ্জি ট্রফিতে খেললে জাতীয় দলের খেলোয়াড়রা সহজে ক্রিকেটের সাধারণ বিষয়গুলি ঝালিয়ে নিতে পারে ৷ যা টুর্নামেন্টের মান আরও উন্নত করবে বলে মন্তব্য করেন সচিন ৷ সম্প্রতি জাতীয় দলের ক্রিকেটারদের রঞ্জি ট্রফি খেলা বাধ্যতামূলক, বোর্ডের সিদ্ধান্তের উপরেই কার্যত সিলমোহর দিলেন মাস্টার ৷
উল্লেখ্য, সম্প্রতি বিসিসিআই তার নয়া নির্দেশিকায় জানিয়েছে, আন্তর্জাতিক সূচি বা চোট আঘাতের সমস্যা না-থাকলে, সেন্ট্রাল কন্ট্র্যাক্টে থাকা ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্টে খেলা বাধ্যতামূলক ৷ এই শর্তেই ক্রিকেটারদের সেন্ট্রাল কন্ট্র্যাক্টে রাখা হয়েছে ৷ সম্প্রতি ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার চোট সমস্যা না-থাকা সত্ত্বেও, নিজের রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলেননি ৷ এমনকি টিম ম্যানেজমেন্টের পরামর্শকেও উপেক্ষা করে গিয়েছেন বলে অভিযোগ ৷ আর তার জেরে এই দুই ক্রিকেটারকে সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকে বাদ দিয়েছে বিসিসিআই ৷
মঙ্গলবার সচিন তাঁর সোশাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, "ভারতীয় দলের ক্রিকেটাররা ঘরোয়া টুর্নামেন্ট খেলতে নামলেন, তা টুর্নামেন্টের মান উন্নত করে এবং তরুণ ক্রিকেটারদের ভালো খেলার সুযোগ করে দেয় ৷ এর ফলে অনেক নতুন প্রতিভাকে চেনা যায় ৷ এমনকি এটা জাতীয় খেলোয়াড়দের সুযোগ করে দেয়, নিজেদের বেসিকটাকে আরেকবার শুধরে নেওয়ার ৷"