মুম্বই, 01 জুন: আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করে জানিয়েছিলেন, টি-20 বিশ্বকাপের দলে সুযোগের আশা রাখছেন ৷ তা যখন পূরণ হয়নি, তা হলে আর কেন ! পাকাপাকিভাবে তাই পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক ৷ শনিবার সোশাল মিডিয়ায় এক বিবৃতিতে অবসরের কথা ঘোষণা করেন ডিকে ৷ সেখানে তিনি লেখেন, "এটা অফিসিয়াল, ধন্যবাদ, ডিকে ৷" বিবৃতির সঙ্গে সম্পূর্ণ ক্রিকেট কেরিয়ারের মধুর স্মৃতির কোলাজের একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷
সোশাল মিডিয়ায় ডিকে লেখেন, "গত কয়েকদিনে যে স্নেহ, ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমি অভিভূত ৷ গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ সকল অনুরাগীদের, যাঁরা এই অনুভূতিটা সম্ভব করেছেন ৷ এই মুহূর্তে মাথায় অনেক চিন্তাভাবনা আসছে, আমি প্রতিনিধিত্বমূলক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷ আমি আনুষ্ঠানিকভাবে আমার অবসর ঘোষণা করছি এবং সেই ঙ্গে আমার ক্রিকেটীয় জীবনকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চাই ৷ যেখানে আমার জন্য ভবিষ্যতে অনেক দায়িত্ব ও কর্তব্য অপেক্ষা করে রয়েছে ৷"