পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ধোনি জমানার অবসান, রুতুরাজের নেতৃত্বে আইপিএল জয়ের অঙ্ক কষবে সিএসকে - IPL 2024

Gaikwad replaces Dhoni: দুই হেভিওয়েট দলের লড়াইয়ে শুরু হতে চলেছে আইপিএলের সপ্তদশ সংস্করণ ৷ তার আগেই অধিনায়ক বদল করল সিএসকে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 4:03 PM IST

Updated : Mar 21, 2024, 5:31 PM IST

চেন্নাই, 21 মার্চ: অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জমানার অবসান ! মাহি পরবর্তী নতুন অধিনায়ক বেছে নিল আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ৷ সিএসকে’র নয়া দলনেতা রুতুরাজ গায়কোয়াড় ৷

দুই হেভিওয়েট দলের লড়াইয়ে শুরু হতে চলেছে আইপিএলের সপ্তদশ সংস্করণ ৷ ঘরের মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে বদল যাওয়া আরসিবি ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বদলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ নাম পরিবর্তন করে ট্রফি খরায় ইতি টানতে চাইছে আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ৷ এবার বদল আনল তাদের প্রতিপক্ষও ৷

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড রয়েছে দু’টি দলের ৷ সেই দু’টি দলের মধ্যে একটি সিএসকে ৷ আর দ্বিতীয় দলটি হল মুম্বই ইন্ডিয়ান্স ৷ দু’টি দলই পাঁচটি করে ট্রফি জিতেছে ৷ সিএসকে-র ক্ষেত্রে এমএস ধোনি ও মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে রোহিত শর্মা প্রতিটি ট্রফি জয়ের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন ৷ তাৎপর্যপূর্ণভাবে এবারই রোহিতের বদলে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই ৷ আর সিএসকে-তেও এবার নতুন অধিনায়ক ৷

স্বাভাবিকভাবে তাই এই খবরটি সামনে আসার পর রীতিমতো হইচই পড়ে যায় ৷ সিএসকে-র ভক্তরা মনে করেছিলেন যে এবারও ধোনিই নেতৃত্ব দেবেন ৷ কিন্তু প্রতিযোগিতা শুরুর একেবারে আগেরদিন জানা গেল যে রুতুরাজ নেতৃত্ব দেবেন চেন্নাইয়ের ৷ এর আগে ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন রুতুরাজ ৷ গত বছর চিনে এশিয়ান গেমসে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ৷ তাঁর নেতৃত্বেই ভারত এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে সোনা জেতে ৷

আরও পড়ুন:

  1. ট্রফি জিতেই 'বিরাট' পরিবর্তন, আইপিএলের আগে নয়া নামে আত্মপ্রকাশ আরসিবি'র
  2. ধোনির পরিণত মস্তিষ্ক-কর্মক্ষমতাকে বেঞ্জামিন বাটনের সঙ্গে তুলনা মাইক হাসির
  3. আইপিএল টিভি কমেন্ট্রিতে ফিরছেন 'দ্য ওয়ান-লাইনার ম্যান'
Last Updated : Mar 21, 2024, 5:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details