পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্য়ারিসের ব্যর্থতা ভুলে বিশ্বকাপে ফের পদক দীপিকার, জিতলেন রুপো

প্য়ারিসে জোড়া পদকজয়ীকে সেমিতে হারিয়েছিলেন ৷ তবে রবিবার ফাইনালে হেরে বিশ্বকাপে পঞ্চম রুপো জিতলেন দীপিকা কুমারী ৷

By ETV Bharat Sports Team

Published : 7 hours ago

DEEPIKA KUMARI
দীপিকা কুমারী (IANS Photo)

ল্যাক্সকালা (মেক্সিকো), 21 অক্টোবর:চতুর্থবার অলিম্পিক্সে অংশগ্রহণ সত্ত্বেও প্যারিস থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ৷ দলগত বিভাগের পাশাপাশি ব্য়ক্তিগত ইভেন্টেও শেষ আটে লড়াই থেমেছিল দীপিকা কুমারীর ৷ কিন্তু মেক্সিকোয় বিশ্বকাপের মঞ্চে ফিরতেই ফের চেনা ছন্দে অভিজ্ঞ মহিলা তিরন্দাজ ৷ রবিবার তিরন্দাজির বিশ্বকাপ ফাইনালে রুপো জিতলেন ঝাড়খণ্ডের 'সুপার মম' ৷ এই নিয়ে বিশ্বকাপে পঞ্চম রুপো জিতলেন দীপিকা ৷

রবিবার রিকার্ভ ইভেন্টে সোনাজয়ের ম্যাচে চিনের লি জিয়ামানের কাছে স্ট্রেট সেটে (0-6) হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল দীপিকা কুমারীকে ৷ এই নিয়ে বিশ্বকাপ থেকে ষষ্ঠ পদক (একটি সোনা, পাঁচটি রুপো) এল তিরন্দাজির ঝুলিতে ৷ 2022 সালে সন্তান জন্মের পর এই প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন দীপিকা ৷ আটজন প্রতিযোগীর মধ্যে তৃতীয় বাছাই হিসেবে শুরু করেছিলেন প্রতিযোগিতা ৷ এরপর সেমিফাইনাল পর্যন্ত পারফরম্যান্সের শিখরে ছিলেন তিনি ৷

শেষ চারে চারবারের অলিম্পিয়ানের কাছে পরাস্ত হতে হয় অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জজয়ী মেক্সিকোর আলেজান্দ্রা ভ্য়ালেন্সিয়াকে ৷ যিনি মিক্সড টিম এবং মহিলাদের দলগত বিভাগে পোডিয়াম ফিনিশ করেছিলেন প্য়ারিসে ৷ ভ্যালেন্সিয়াকে 6-4 ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছন ভারতীয় তিরন্দাজ ৷ কোয়ার্টারে দীপিকার কাছে 0-6 ব্যবধানে পরাস্ত হয়েছিলেন চিনের ইয়াং জিয়াওলেই ৷ তবে ফাইনালের চাপ রবিবার নিতে ব্যর্থ অভিজ্ঞ তিরন্দাজ ৷

এদিন প্রথম সেটে 26-27 ব্যবধানে জিয়ামানের কাছে হারতে হয় দীপিকাকে ৷ দ্বিতীয় সেটে চিনের প্রতিদ্বন্দ্বীর পারফেক্ট 30-র সামনে দীপিকা 28 স্কোর করেন ৷ এরপর তৃতীয় সেট 27-25 ব্যবধানে নিজের নামে করে প্রথম সোনাজয়ের স্বাদ পান জিয়ামান ৷ দীপিকা পদক আনলেও হতাশ করলেন দেশের বাকি প্রতিযোগীরা ৷ পুরুষদের রিকার্ভ সিঙ্গলসে ধীরজ বোম্মাদেবারা এবং কম্পাউন্ড ইভেন্টে পদক রাউন্ডের যোগ্যতা অর্জনে ব্যর্থ হন প্রথমেশ ফুগে, প্রিয়াংশ এবং জ্যোতি সুরেখা ৷

ABOUT THE AUTHOR

...view details