চেন্নাই, 27 মার্চ: টানা দু'ম্যাচ জিতে সপ্তদশ আইপিএলে স্বপ্নের শুরু চেন্নাই সুপার কিংসের ৷ প্রথম ম্যাচে বিরাট কোহলিদের হারিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করা সিএসকে দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিল গুজরাত টাইটান্সকে ৷ সেই সঙ্গে লিগ তালিকায় এক নম্বরে উঠে এলে 'মেন ইন ইয়েলো'৷
মঙ্গলবার চিপকে শুভমন গিলের গুজরাতকে হেলায় হারায় রুতুরাজ গায়কোয়াডের চেন্নাই সুপার কিংস ৷ 63 রানে জয় তুলে নেয় সিএসকে ৷ এই ম্যাচে দুই তরুণ নেতার পাশাপাশি লড়াই ছিল একঝাঁক তারুণ্যের ৷ সব দিক থেকেই টাইটান্সদের টেক্কা দিল হলুদবিগ্রেড ৷ ফলে বিরাট কোহলিদের পর শুভমন গিলদের হারিয়ে পয়েন্ট টেবলে শীর্ষস্থান দখল করল সিএসকে ৷
চেন্নাইয়ের জয়ে এদিন বড় ভূমিকা নেন শিভম দুবে ৷ 23 বলে তাঁর 51 রানের ধামাকা ইনিংসে ভর করে স্কোর বোর্ড 206 রান তোলে সিএসকে ৷ এছাড়াও ক্যাপ্টেন রুতুরাজ 36 বলে 46 ও রচিন রবীন্দ্র 20 বল 46 রানের ইনিংস খেলেন ৷ এই তিন তরুণের ব্যাটে ভর করে গুজরাতকে বড় রানের টার্গেট দেয় সুপার কিংস ৷ রান তাড়া করতে ব্যর্থ হয় টাইটান্স ৷ ম্যাচের পর শিভমের ব্যাটের প্রশংসা করে সিএসকে ক্যাপ্টেন রুতুরাজ বলেন, "শিভমের ব্য়াটিংয়ে আত্মবিশ্বাস ঝড়ে পড়েছে ৷ ও দলে যোগ দেওয়ার পর ম্যানেজমেন্ট আলাদাভাবে কথা বলেছে ৷ মাহি ভাই (ধোনি) ওকে আলাদা করে দেখিয়েছে ৷ শিভম ভালো করে জানে দলে ওর ভূমিকা কী ৷ এটা আমাদের কাছে প্লাস পয়েন্ট ৷" প্রথম ম্যাচেই বিরাটদের বিরুদ্ধে 34 রানের গুরুত্বপূর্ণ ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন দুবে ৷
206 রান তাড়া করতে গিয়ে শুরুটা ভালো হয়নি গুজরাতের ৷ শুরুতেই ক্যাপ্টেন গিলের উইকেট হারিয়ে চাপে পড়ে তারা ৷ ঋদ্ধিমান সাহা ও সাই সুদর্শন লড়াইয়ের চেষ্টা করেও ব্যর্থ হয় ৷ দারুণ শুরু করেছিলেন ঋদ্ধি ৷ কিন্তু দীপক চাহারের বলে মাথায় চোট লাগার পরের বলেই ব্যক্তিগত 21 রানে ডাগ-আউটে ফেরেন এই বঙ্গসন্তান ৷ সাই সুদর্শন 31 বলে 37 রান করলেও বাকিরা কেউ লড়াই করতে পারেনি ৷ 20 ওভারে 8 উইকেটে 143 রানে থেমে যায় টাইটান্স ইনিংস ৷ ম্যাচের সেরা হন শিভম ৷ ধোনিদের পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৷
আরও পড়ুন: