পোর্তো, 16 নভেম্বর:মাসতিনেক পর চল্লিশ ছুঁয়ে ফেলবেন ৷ তবে অধ্যাবসায়, জেদ আর জেতার খিদে থাকলে এই বয়সেও যে মাঠে ত্রাসের সঞ্চার করা যায়; তার প্রকৃত উদাহরণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ দেশের জার্সিতে শুক্রবার রাতে ঝলসে উঠলেন সিআর সেভেন ৷ জোড়া গোল করে পর্তুগালকে উয়েফা নেশনস লিগের কোয়ার্টারে পৌঁছে দিলেন তিনি ৷ যার মধ্যে একটি গোল দুর্ধর্ষ বাইসাইকেল ভলিতে ৷ ঘরের মাঠে পর্তুগাল এদিন 5-1 গোলে হারাল পোল্যান্ডকে ৷
পাঁচ ম্যাচ থেকে চতুর্থ জয় তুলে নিয়ে শেষ আটে পৌঁছে গেল প্রথমবারের চ্যাম্পিয়নরা ৷ পর্তুগালের ঝুলিতে পয়েন্ট 13 ৷ পিঠের চোটে কাহিল রবার্ট লেওয়ানডস্কি না-থাকায় খানিকটা পিছিয়েই শুরু করেছিল পোলিশরা ৷ যদিও প্রথমার্ধ এদিন গোলশূন্য থাকে ৷ ম্য়াচের দ্বিতীয়ার্ধেই হয় হাফডজন গোল ৷ 66 শতাংশ বল নিজেদের দখলে খেলে বাজিমাত করে পর্তুগাল ৷ পাসের নিরিখেও স্বাভাবিকভাবে পোল্য়ান্ডকে এদিন অনেকটা পিছনে ফেলেন রোনাল্ডোরা ৷