পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কিশোর বয়সে অভিষেকের পর দেশের হয়ে একশো টেস্টের শিখরে যাঁরা - RARE RECORD IN CRICKET

RARE FEAT IN CRICKET: কিশোর হিসেবে আত্মপ্রকাশ করে দেশের হয়ে 100 টেস্ট ৷ বিরল এই নজিরে নাম লিখিয়েছেন বিশ্বের 11 জন ৷ রইল তালিকা ৷

By ETV Bharat Sports Team

Published : 5 hours ago

A RARE FEAT IN 22 YARDS
কুম্বলে সচিন ও আক্রাম (GETTY)

হায়দরাবাদ, 4 অক্টোবর: কিশোর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করার উদাহরণ ভূরি-ভূরি রয়েছে বাইশ গজে ৷ কিন্তু কিশোর হিসেব অভিষেকের পর দেশের জার্সিতে 100 টেস্ট ম্য়াচ খেলার নজিরের কথা যখন ওঠে, তখন তালিকাটা ছোট হয়ে যায় স্বাভাবিকভাবেই ৷ তবুও 19 বছর কিংবা তার আগে দেশের হয়ে অভিষেক করা বেশ কিছু ক্রিকেটার 100টি টেস্ট খেলার বিরল নজির গড়েছেন ৷ তালিকায় সচিন তেন্ডুলকর-সহ একাধিক ভারতীয় ক্রিকেটারের পাশাপাশি রয়েছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারও ৷

সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর শততম টেস্ট খেলার নজির অবশ্যই সচিন রমেশ তেন্ডুলকরের নামে ৷ তালিকায় রয়েছেন হরভজন সিং, ইশান্ত শর্মাও ৷ পাকিস্তান থেকে এমন বিরল নজির গড়েছেন জাভেদ মিয়াঁদাদ ও আরও দুই ৷ সবমিলিয়ে বিশ্বের 11 জন ক্রিকেটারের ঝুলিতে রয়েছে এই নজির ৷ একনজরে তালিকা-

সচিন তেন্ডুলকর:মাত্র 16 বছর 205 দিনে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা মুম্বইকর দেশের জার্সিতে খেলেছেন দু'শোটি টেস্ট ম্য়াচ ৷ একমাত্র ক্রিকেটার হিসেবে 200টি টেস্ট খেলা সচিনের অভিষেক হয়েছিল 1989 সালে ৷ 2013 সালে বাইশ গজ থেকে অবসর নেন তিনি ৷

হরভজন সিং: সচিনের পর দ্বিতীয় কনিষ্ঠ হিসেবে আত্মপ্রকাশের পর দেশের হয়ে একশো টেস্ট খেলার নজির রয়েছে ভারতেরই হরভজন সিংয়ের ৷ 1998 সালে 17 বছর 265 দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় 'টার্বুনেটর' হরভজনের ৷ 2015 অবসরের আগে ভারতের হয়ে 103টি টেস্ট খেলেন ভাজ্জি ৷

হরভজন সিং (GETTY)

ড্যানিয়েল ভেট্টোরি: প্রাক্তন বাঁ-হাতি কিউয়ি স্পিনারের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল 18 বছর 10 দিনে ৷ 1997 সালে অভিষেকের পর অবসরের আগে নিউজিল্যান্ডের হয়ে 113টি টেস্ট খেলেছিলেন তিনি ৷

ড্যানিয়েল ভেট্টোরি (GETTY)

ওয়াসিম আক্রাম: 18 বছর 236 দিন বয়সে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এই কিংবদন্তির ৷ 17 বছরের (1985-2002) আন্তর্জাতিক কেরিয়ারে 104টি টেস্ট খেলেন ওয়াসিম আক্রাম ৷

ইশান্ত শর্মা:ভারতের হয়ে ইশান্ত শর্মার অভিষেক হয়েছিল 2007 সালে ৷ 18 বছর 265 দিনে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা এই ল্যাঙ্কি পেসার ভারতের হয়ে খেলেছেন 105টি টেস্ট ৷

ইশান্ত শর্মা (GETTY)

সেলিম মালিক: পাক ব্যাটার সেলিম মালিকও কিশোর বয়সে দেশের হয়ে অভিষেক করেছিলেন ৷ 18 বছর 323 দিনে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা মালিক পাকিস্তানের হয়ে খেলেছেন 103টি টেস্ট ম্যাচ ৷

জাভেদ মিয়াঁদাদ: আরও এক পাক ব্যাটার জাভেদ মিয়াঁদাদের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল 19 বছর 119 দিন বয়সে ৷ 1976-1993 সময়কালে পাকিস্তানের হয়ে 124টি টেস্ট খেলেছেন এই ব্য়াটার ৷

শিবনারায়ণ চন্দ্রপল: ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের অন্যতম সেরা এই বাঁ-হাতি ব্যাটার 19 বছর 213 দিন বয়সে আত্মপ্রকাশ করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ৷ অবসরের আগে দেশের হয়ে 164টি টেস্ট খেলেছেন তিনি ৷

শিবনারায়ণ চন্দ্রপল (GETTY)

কপিল দেব: বিশ্বজয়ী এই ক্রিকেট অধিনায়ক 1978 সালে ভারতের হয়ে আত্মপ্রকাশ করেছিলেন 19 বছর 283 দিন বয়সে ৷ 16 বছরের কেরিয়ারে দেশের হয়ে 131টি টেস্ট খেলেন তিনি ৷

দিলীপ বেঙ্গসরকর: তালিকায় আরও এক ভারতীয় দিলীপ বেঙ্গসরকর ৷ 19 বছর 293 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা মুম্বইকর 116টি টেস্ট খেলেছেন ভারতের হয়ে ৷

অনিল কুম্বলে: ভারতীয় এই লেগস্পিনারের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটেছিল 19 বছর 296 দিন বয়সে ৷ 18 বছরের কেরিয়ারে দেশের হয়ে 132টি টেস্ট খেলেছেন কুম্বলে ৷

ABOUT THE AUTHOR

...view details