পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অনেক প্রশ্নের উত্তর অজানা রেখেই বেঙ্গল প্রো-লিগ ঘোষণা সিএবির - Bengal Pro League - BENGAL PRO LEAGUE

CAB Announces BPL: বেঙ্গল প্রো-লিগের আনুষ্ঠানিক ঘোষণা করল সিএবি ৷ দিনক্ষণ নির্দিষ্ট না হলেও চলতি আইপিএল শেষ হওয়ার 15 দিন পর থেকে বেঙ্গল প্রো-লিগ শুরু হবে বলে জানা গিয়েছে ৷

CAB , বেঙ্গল প্রো টি 20
স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 10:00 AM IST

বেঙ্গল টি 20 লিগ নিয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 3 এপ্রিল: আইপিএলের ভরা মরশুমে বেঙ্গল প্রো টি-20 লিগের ঢাকে কাঠি । মঙ্গলবার সিএবিতে এই রাজ্যের নিজস্ব টি-20 লিগ শুরু করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । চলতি আইপিএল শেষ হওয়ার 15 দিন পরে বেঙ্গল প্রো-লিগ করা হবে । সেক্ষেত্রে 10-11 জুনের আগে বল গড়ানো সম্ভব নয় । তাই বেঙ্গল প্রো-লিগের দিনক্ষণ নির্দিষ্ট করে ঘোষণা হয়নি এখনও ।

একইভাবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামীকে কোন ভূমিকায় দেখা যাবে তাও পরিষ্কার হয়নি । এমনকী মহম্মদ শামি, মুকেশ কুমার ও আকাশদীপের মতো ভারতীয় দলে প্রতিনিধিত্ব করা বাংলার ক্রিকেটাররা বেঙ্গল প্রো-লিগে খেলবেন কি না তাও স্পষ্ট নয় । যদিও সিএবি আশাবাদী এই তিন ক্রিকেটারকে খেলতে দেখার সম্ভাবনা নিয়ে ।

এই বিষয়ে সিএবি প্রেসিডেন্ট জানিয়েছেন, 8টি করে পুরুষ এবং মহিলা দল এই প্রো লিগে অংশ নিচ্ছে । প্রতিদিন দু’টি করে ম্যাচ আয়োজিত হবে । মহিলাদের ম্যাচগুলো হবে যাদবপুরে । ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নিয়ম মেনেই এই প্রো-লিগের আয়োজন । ইতিমধ্যে তামিলনাড়ুতে আয়োজিত হয় এই লিগ ৷ সেখানে খেলেই প্রচুর প্রতিভা উঠে এসেছে । তারা আইপিএল ও ভারতীয় দলে জায়গা করে নিয়েছে । সেদিক থেকে এই লিগের আয়োজন স্থানীয় প্রতিভার অন্বেষণ এবং তাদের পাদপ্রদীপে নিয়ে আসা ।

বাংলার ক্রিকেটার ছাড়া অন্য কোনও প্রদেশের ক্রিকেটারদের জন্য এই প্রতিযোগিতার দরজা বন্ধ । এমনকী প্রতিটি দলের কোচও হবেন বাংলার । আপাতত 136 জন পুরুষ এবং 128 জন মহিলা ক্রিকেটারকে এই প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে । পুরুষদের দল হবে 17 জনের । প্রতিটি দলে দু'জন রঞ্জি ট্রফি দলের ক্রিকেটার থাকবেন । প্রতিটি দলে অনূর্ধ্ব 19 ক্রিকেটার রাখা বাধ্যতামূলক । মহিলাদের হবে 16 জনের দল ।

যদিও দল সংখ্যা নির্ধারিত হলেও সেই দলের মালিক কারা সে ব্যাপারে সিএবি এখনও কিছু জানাতে পারেনি । কারণ এই বিষয়টি চূড়ান্ত হয়নি । 10 বছরের লক্ষ্যমাত্রা মাথায় রেখেই দলগুলো চুক্তি করছে । 21 দিন ধরে চলা এই প্রতিযোগিতায় মালিক ক্রিকেটার বাংলারই হবে । একমাত্র মেন্টর পদে কোনও বিদেশি নেওয়া যেতে পারবে । তবে ভূমিপুত্রদের তুলে নিয়ে আসার এই উদ্যোগে ভিন প্রদেশের ক্রিকেটারদের মিশে যাওয়ার শঙ্কা যে রয়েছে তা অস্বীকার করছেন না স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । কারণ আধার কার্ডের ভিত্তিতে ক্রিকেটারদের বঙ্গীয় পরিচয় ধরা হবে । সেক্ষেত্রে ভিনরাজ্যের কোনও ক্রিকেটারের আধার কার্ডে বাংলার ঠিকানা থাকলে তাকে এই রাজ্যের ক্রিকেটার বলেই ধরা হবে । ফলে ফের ভিনরাজ্যের ক্রিকেটারদের খেলানোর প্রক্রিয়ায় ছেদ ফেলা কঠিন হবে মানছে সিএবি । এইরকমই একাধিক প্রশ্নের সঠিক উত্তর অধরা রেখেই বেঙ্গল প্রো লিগের ঘোষণা করা হল ।

আরও পড়ুন:

  1. ময়াঙ্কের দাপট, ডেরায় ঢুকে বিরাট 'বধ' রাহুলদের
  2. বদলে গেল ইডেনে কেকেআর-রাজস্থান ম্যাচের দিন

ABOUT THE AUTHOR

...view details