সিউড়ি, 6 নভেম্বর: ফুটবলের পর এবার ক্রিকেটও রাঙল রাজনীতির রঙে ? বিতর্কে অনুব্রত মণ্ডল ও সিএবি ৷ কোনও সরকারি পদ বা ক্রীড়া সংস্থার পদে নেই অনুব্রত । তাও তাঁকে সংবর্ধনা দিল সিএবি ৷ এমনকী তৃণমূল নেতার হাত ধরে একটি বইও উন্মোচন হল । আর সেই সংবর্ধনায় অনুব্রতর পাশে উজ্জ্বল উপস্থিতি সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও বীরভূমের জেলা শাসক বিধান রায়ের ৷
নৈহাটি উপ-নির্বাচনের তৃণমূল প্রার্থী সনৎ দে’র হয়ে কার্যত ‘প্রচার’ করেছেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান কর্তারা ৷ ফুটবলে রাজনীতির প্রবেশ নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ এবার কি সিএবিতে’ও রাজনীতির ছোঁয়া ? যদিও অনুব্রতকে সংবর্ধনার কোনও ছবি সিএবি তাদের অফিসিয়াল কোনও সাইট বা সোশাল মিডিয়ায় দেয়নি ৷ সংবর্ধনার ছবি দেখা গিয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ও অনুব্রত মণ্ডলের ফেসবুক পেজে ।
দু’বছর পর গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল । তিনি ফিরতেই তাঁর যুযুধান হিসাবে পরিচিত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের সঙ্গে ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে । তবে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার আগে রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের (এসআরডিএ) চেয়ারম্যান ছিলেন । অর্থাৎ সরকারি পদে ছিলেন ৷ বর্তমানে তিনি কোনও সরকারি পদে নেই ৷ এমনকী অনুব্রতর অনুপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের সাংগঠনিক হাল ধরার জন্য কোর কমিটি গঠন করে দিয়েছিলেন । সেই কোর কমিটি এখনও আছে । অনুব্রত কোর কমিটির সদস্য নন ৷ কোনও ক্রীড়া সংস্থার পদেও নেই ৷ অথচ তাঁকেই সংবর্ধনা দিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷