পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোপার ফাইনালে ঝামেলার ঘটনায় গ্রেফতার কলম্বিয়ার ফুটবল প্রেসিডেন্ট ও তাঁর ছেলে - Copa America Final Chaos

Colombia Soccer Federation President Arrested: কোপা আমেরিকার ফাইনালে নিরাপত্তারক্ষীদের উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টকে ৷ তাঁর ছেলেকেও গ্রেফতার করা হয়েছে ৷

ETV BHARAT
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা৷ (ছবি- এপি)

By PTI

Published : Jul 16, 2024, 4:15 PM IST

ফ্লোরিডা, 16 জুলাই: কোপা আমেরিকার ফাইনালে ঝামেলার ঘটনায় 27 জনকে গ্রেফতার করেছে মায়ামি-ডেড পুলিশ ৷ ওই 27 জনের মধ্যে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এবং তাঁর ছেলে রয়েছেন ৷ পুলিশের এক আধিকারিক সংবাদসংস্থা এপি-কে একথা জানিয়েছেন ৷ অভিযোগ ম্যাচ শেষে নিরাপত্তারক্ষীদের মারধরের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে ৷

মায়ামির পুলিশের তরফে জানান হয়েছে, তিনটি অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ দায়ের হয়েছে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ব়্যামন জেসিন এবং তাঁর ছেলে ব়্যামন জামিল জেসিনের বিরুদ্ধে ৷ অভিযোগ একাধিক স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারপিট করেছেন তাঁরা ৷ লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ব়্যামন জেসিন এবং তাঁর ছেলে ব়্যামন জামিল জেসিন ম্যাচ শেষে টানেল দিয়ে মাঠের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন ৷ আর ঠিক সেখানেই ম্যাচের পর সংবাদমাধ্যমের লোকজন জড়ো হয়েছিলেন ৷

তাঁদের দু’জনে নিরাপত্তারক্ষীরা মাঠে প্রবেশ করা থেকে আটকায় ৷ কিন্তু, দীর্ঘক্ষণ আটকে রাখায় তাঁরা বিরক্ত হয়ে যান ৷ তারপরেই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান কলম্বিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তথা কোপার আয়োজক 'কনমেবল'-এর ভাইস-প্রেসিডেন্ট ব়্যামন জেসিন এবং তাঁর ছেলে ৷ সেই তর্কাতর্কি হঠাৎই হাতাহাতির পর্যায়ে চলে যায় ৷ রিপোর্ট উল্লেখ করা হয়েছে, একজন নিরাপত্তীরক্ষী ব়্যামন জামিল জেসিনের বুকে হাত দিয়ে তাঁকে সরানোর চেষ্টা করেন ৷ কিন্তু, তখনই তিনি ওই নিরাপত্তারক্ষীর ঘাড় চেপে ধরেন এবং তাঁকে মাটিতে ফেলে দেন ৷ এরপরেই নিরাপত্তারক্ষীর মুখে দু’বার ঘুষি মারেন ৷

প্রথমে তাঁদের আটক করা হয় ৷ পরে রাতের দিকে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এবং তাঁর ছেলেকে গ্রেফতার করে মায়ামি-ডেড পুলিশ ৷ 2015 সাল থেকে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে রয়েছেন ব়্যামন জেসিন ৷ সেই সঙ্গে বর্তমানে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা 'কনমেবল'-এর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন ৷ তবে, কলম্বিয়া ফুটবল ফেডারেশনের তরফে তাদের প্রেসিডেন্টের গ্রেফতারি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷

তবে, কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে যেভাবে বহু সমর্থক বিনা টিকিটে স্টেডিয়ামে প্রবেশ করে এবং টুর্নামেন্টকে 'কলঙ্কিত' করার চেষ্টা করেছে, তা নিয়ে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা অনুতপ্ত বলে জানিয়েছে ৷ তবে, পুলিশ ও ফাইনালের আয়োজক মিয়ামির হার্ডরক স্টেডিয়াম কর্তৃপক্ষের বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ করেছে 'কনমেবল' ৷

দর্শকদের সুনির্দিষ্ট করিকল্পনার মাধ্যমে টিকিট পরীক্ষা করিয়ে মাঠে প্রবেশ করানোর যৌথ দায়িত্ব ছিল পুলিশ ও স্টেডিয়াম কর্তৃপক্ষের ৷ কিন্তু, সেখানে নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ঠ খামতি ছিল দু’তরফেই ৷ এমনকি যখন দর্শকরা জবরদস্তি স্টেডিয়ামে ঢুকে পড়ে, তখনও পুলিশ ও স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদের সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি বলে অভিযোগ করেছে 'কনমেবল' ৷ 2026 ফিফা বিশ্বকাপে অন্যতম আয়োজক স্টেডিয়াম মায়ামির এই হার্ডরক স্টেডিয়াম ৷ সোমবারের ঘটনায় এই স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজন কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

ABOUT THE AUTHOR

...view details