পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লক্ষ্য প্রথম ছয়, সুযোগ নষ্ট ভাবালেও উদ্বিগ্ন নন ক্লেইটনরা - ISL 2024 25

ধাপে ধাপে এগোতে চান ইস্টবেঙ্গল ফুটবলাররা ৷ জামশেদপুরের বিরুদ্ধে গোল নষ্ট হলেও দুশ্চিন্তা করতে রাজি নন ক্লেইটনরা ৷

EAST BENGAL
ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর (IANS)

By ETV Bharat Sports Team

Published : Dec 24, 2024, 10:25 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর: ম্যাচ জিতে শিবিরে বিরাজ করছে শান্তি ৷ এর মধ্যেও জামশেদপুর ম্যাচে সুযোগ নষ্টের কারণ কাঁটাছেড়া চলছে ইস্টবেঙ্গলে। আগামী শনিবার অ্যাওয়ে ম্য়াচে প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। জোড়া জয় বড়দিনের আগে সমর্থকদের উপহার দিয়েছেন ফুটবলাররা। এবার বছরটাও জয় দিয়ে শেষ করার ভাবনা লাল-হলুদ সাজঘরে। দু'দিন ছুটির পর মঙ্গলবার থেকে অনুশীলনে নামলেন কোচ অস্কার ব্রুজোঁ। চোট-আঘাত পর্যালোচনা করে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের ছক সাজাতে চাইছেন তিনি।

চতুর্থ জয়ের পর লিগে এখন ঘুরে দাঁড়ানোর নেশায় মশগুল ফুটবলাররা। অধিনায়ক ক্লেইটন সিলভা বলছেন, "দলের প্রত্যেকেই তাঁদের সেরাটা দিচ্ছে। আমরা একটি করে ধাপ এগোতে চাইছি।" 13 পয়েন্ট নিয়ে আপাতত এগারোয় থাকলেও নয় ও দশের সঙ্গে ব্যবধান সামান্যই। তাই লক্ষ্য এবার প্রথম ছয়ে ঢুকে পড়া। নতুনভাবে নয়া ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ক্লেইটন সিলভা। লাল-হলুদ জার্সিতে তৃতীয় বছরে এসে নিজেকে নতুন করে আবিষ্কার করছেন সাঁইত্রিশের ব্রাজিলিয়ান স্ট্রাইকার। গোল করার চেয়েও গোল করানোর দায়িত্ব তিনি পালন করছেন মুন্সিয়ানার সঙ্গে।

অস্কার ব্রুজোঁর হাতে পড়ে নতুন জন্ম হয়েছে সাম্বার দেশের ফুটবলারের। দলের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ভূমিকা নিতে পেরে খুশি ব্রাজিলিয়ান স্বয়ং। বলছেন, "আমরা তিন পয়েন্ট পাওয়ার জন্য ভালো খেলেছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে, অনেক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে না-পেরে ব্যবধান বাড়েনি। দিমির গোলটা তিন পয়েন্ট পাওয়ার জন্য যথেষ্ট ছিল। প্রতিটি ফুটবলার নিজেদের নিঙড়ে দিচ্ছে ৷ এই সাফল্য দলগত প্রচেষ্টার ফসল। আমাদের এই ভালো কাজটা করে যেতে হবে।

অধিনায়কের সুর জামশেদপুরের বিরুদ্ধে জয়সূচক গোল এনে দেওয়া দিয়ামানতোকোসের গলাতেও। গ্রিক ফুটবলার বলছেন, "আমরা প্রচুর সুযোগ তৈরি করেছি। ক্লেইটন ঠিকই বলেছে, আমাদের সুযোগগুলো কাজে লাগাতে হবে। গোলে কনভার্ট করতে হবে। দিনের শেষে এই জয় দলগত প্রচেষ্টার ফসল। তবে গোল না-খেয়ে জয় অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা একটি ধাপ করে এগোচ্ছি এবং আপাতত কেবলমাত্র হায়দরাবাদ ম্যাচে চোখ রাখছি।" অধিনায়ক এবং দলের পয়লা নম্বর স্ট্রাইকারের চোখে দলের পারফরম্যন্স বিশ্লেষণ আদতে বদলে যাওয়া ইস্টবেঙ্গলের রিংটোন।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details