কলকাতা, 24 ডিসেম্বর: ম্যাচ জিতে শিবিরে বিরাজ করছে শান্তি ৷ এর মধ্যেও জামশেদপুর ম্যাচে সুযোগ নষ্টের কারণ কাঁটাছেড়া চলছে ইস্টবেঙ্গলে। আগামী শনিবার অ্যাওয়ে ম্য়াচে প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। জোড়া জয় বড়দিনের আগে সমর্থকদের উপহার দিয়েছেন ফুটবলাররা। এবার বছরটাও জয় দিয়ে শেষ করার ভাবনা লাল-হলুদ সাজঘরে। দু'দিন ছুটির পর মঙ্গলবার থেকে অনুশীলনে নামলেন কোচ অস্কার ব্রুজোঁ। চোট-আঘাত পর্যালোচনা করে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের ছক সাজাতে চাইছেন তিনি।
চতুর্থ জয়ের পর লিগে এখন ঘুরে দাঁড়ানোর নেশায় মশগুল ফুটবলাররা। অধিনায়ক ক্লেইটন সিলভা বলছেন, "দলের প্রত্যেকেই তাঁদের সেরাটা দিচ্ছে। আমরা একটি করে ধাপ এগোতে চাইছি।" 13 পয়েন্ট নিয়ে আপাতত এগারোয় থাকলেও নয় ও দশের সঙ্গে ব্যবধান সামান্যই। তাই লক্ষ্য এবার প্রথম ছয়ে ঢুকে পড়া। নতুনভাবে নয়া ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ক্লেইটন সিলভা। লাল-হলুদ জার্সিতে তৃতীয় বছরে এসে নিজেকে নতুন করে আবিষ্কার করছেন সাঁইত্রিশের ব্রাজিলিয়ান স্ট্রাইকার। গোল করার চেয়েও গোল করানোর দায়িত্ব তিনি পালন করছেন মুন্সিয়ানার সঙ্গে।