কলকাতা, 6 এপ্রিল: অ-এ অঙ্গকৃষ রঘুবংশী, আ-এ আন্দ্রে রাসেল, স-এ সুনীল নারাইন। বাংলা অক্ষরমালার পরিচয় লিখন সূত্রের রেশ মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরাও তাদের প্রিয় নায়কদের নিয়ে 'কোয়েনেজ' তৈরি করেছেন। আর করবেনই না কেন। চলতি আইপিএলে নাইটরা প্রথম থেকেই সংহার মূর্তিতে ৷ প্রতিপক্ষের ভয়ে কুঁকড়ে যাওয়া নয়, বরং চোখে চোখ রেখে লড়াই ছুঁড়ে দিচ্ছে। যা সামলাতে গত তিন ম্যাচে বারবার সমস্যায় পড়তে হয়েছে হেনরিক ক্লাসেন, বিরাট কোহলি, ঋষভ পন্তদের ৷
এবার সামনে চেন্নাই সুপার কিংস। শেষ দু'টি ম্যাচ হেরে নড়বড়ে তারকা সমৃদ্ধ চেন্নাই সুপার কিংস। গত বছরের চ্যাম্পিয়নদের এবারের পারফরম্যান্স কিছুটা হলেও ধারাবাহিকতার অভাবে ভুগছে। টি টোয়েন্টির ফরম্যাটে যে কোনও দলই 'আজ রাজা, তো কাল ফকির'। চেন্নাইয়ের শরীরে রাজবেশ কিছুটা হলেও ঢলঢলে। অন্যদিকে নাইটদের পারফরম্যান্সে গ্রিক যোদ্ধার দাপট। গত তিনটি ম্যাচে প্রয়োজনীয় সময়ে কোনও কোনও ক্রিকেটার ব্যাট কিংবা বল হাতে 'ত্রাতা মধুসূদন' হয়েছেন ৷
প্রথম ম্যাচে ব্যাট হাতে ফিল সল্ট এবং আন্দ্রে রাসেল, বল হাতে হর্ষিত রানা দলের জয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের পুরোটাই 'নারাইন শো'। যাকে যোগ্য সঙ্গত রাসেল, অঙ্গকৃষ্ণ ভেঙ্কটেশ আইয়ারদের। তাই ব্যক্তিগত নৈপুণ্য নয়, গৌতম গম্ভীরের হাতে পড়ে কেকেআর দলগত সংহতি পুষ্ট। একের থেকে পাঁচের জোর সবসময়ই বেশি। তাই নাইটরাও প্রতিপক্ষের কাছে দুঃস্বপ্ন বয়ে নিয়ে আসছেন। সোমবার কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে ৷