কলকাতা, 6 মে: কলকাতার স্বস্তির বৃষ্টি কলকাতা নাইট রাইডার্সকে শুধু অস্বস্তিতে ফেলেনি, বিড়ম্বনায় ফেলেছে । লখনউ থেকে কলকাতার আসার কথা থাকলেও কেকেআরের চাটার্ড বিমানকে ঝড়-বৃষ্টির জন্য গুয়াহাটিতে পাঠিয়ে দিতে হয় । সেখান থেকে রাত এগারোটা নাগাদ ফের কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলেও নাইটরা কলকাতায় নামতে পারেনি । তাদের বারাণসী ফেরত যেতে হয় । সেখানে রাত তিনটের সময় অবতরণ করে নাইটরা । আজ তারা কলকাতায় ফিরবে । অর্থাৎ, সোমবার সন্ধ্যায় ফেরার কথা থাকলেও নাইটরা দু’বার বিমান বিভ্রাটের কারণে চব্বিশ ঘণ্টা পরে কলকাতায় পা রাখতে চলেছে ।
কাঙ্খিত বৃষ্টিতে বঙ্গ জীবনে স্বস্তি নামলেও অস্বস্তিতে কলকাতা নাইট রাইডার্স। রবিবার লখনউ সুপারজায়ান্টের বিরুদ্ধে ম্যাচ জেতার পরে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতায় ফেরার কথা ছিল নাইটদের। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সেটা হয়নি । কলকাতার বদলে বিমান গিয়ে নামে গুয়াহাটিতে। শেষ পাওয়া খবর অনুযায়ী রাতেই সেখান থেকে অন্য বিমানে কলকাতায় ফেরার কথা নাইটদের।
জানা গিয়েছে, চাটার্ড বিমানে আসছিলেন শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং এবং সুনীল নারিনরা। কিন্তু সে সময় কলকাতার আকাশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি শুরু হওয়ায় দমদম বিমানবন্দরে বিমান অবতরণের অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়। ফলে কেকেআরের বিমানকে মুখ ঘুরিয়ে গুয়াহাটি নিয়ে যেতে হয়। সেখানে নির্বিঘ্নে অবতরণ করে কেকেআরের চাটার্ড ফ্লাইট।