লন্ডন, 7 জানুয়ারি: আফগানিস্তানে ক্ষমতায় থাকা তালিবান সরকার আইসিসি'র নিয়মের অবমাননা করছে ৷ এই মর্মে আসন্ন চ্য়াম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান বিরুদ্ধে ম্য়াচ বয়কটের দাবি তুললেন ইংল্য়ান্ডের রাজনীতিবিদরা ৷ ব্রিটেনের প্রায় 160 জন সাংসদ একযোগে ইংল্য়ান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডকে আফগানদের বিরুদ্ধে ম্য়াচ না-খেলার আর্জি জানিয়েছেন ৷
টাইমস অফ ইন্ডিয়া'র রিপোর্ট অনুযায়ী, ম্য়াচ বয়কটের দাবি এসেছে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষ (হাউজ অফ কমনস এবং হাউজ অফ লর্ডস) থেকেই ৷ নাইজেল ফ্যারাজ, জেরেমি করবিন-সহ দেশের শীর্ষস্তরের নেতারা সরব হয়েছেন আফগানিস্তানে তালিবানি শাসনের রীতিনীতির বিরুদ্ধে ৷ তাঁদের দাবি, সেদেশের মহিলাদের পায়ে বেড়ি পরিয়ে রেখেছে তালিবানরা ৷ 2021 সালে তালিবানরা ক্ষমতায় আসার পর থেকে রশিদ খানদের দেশে খর্ব হয়েছে মহিলাদের খেলাধুলো করার অধিকার ৷ যা বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডির নীতির পরিপন্থী ৷