লস ভেগাস, 29 জুন: দ্বিতীয় ম্যাচে ফিরল ব্রাজিলিয়ান আভিজাত্য । প্যারাগুয়েকে 4 গোলে উড়িয়ে দিল 5 বারের বিশ্বচ্যাম্পিয়নরা । প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচেও শুরুটা খুব একটা ভালো হয়নি । লাতিন আমেরিকা সেরা হওয়ার লড়াইয়ে হলুদ-সবুজ জার্সিধারীরা ফর্মে ফিরল 35 মিনিটে । তাতেই এল গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট ।
25টি ফাউল, 5টি হলুদ কার্ড, 1টি লাল কার্ড । 'টিপিক্যাল' কোপা আমেরিকা ম্যাচে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল । কোস্টারিকা ম্যাচের মতোই বারবার ফাইনাল থার্ডে গিয়ে আটকে যাচ্ছিল । শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের কাঁধে চেপে বিপক্ষের গোলমুখ খুলল 9 বারের কোপাজয়ী দল । 35 মিনিটে প্রথম গোল রিয়াল মাদ্রিদ তারকার । 43 মিনিটে গোল করেন স্যাভিও । প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ভিনি । প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় ব্রাজিল ।