পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

ETV Bharat / sports

ক্লেইটন-হিজাজির সঙ্গে দীর্ঘ আলোচনা, হীরাকে দলে নিয়ে কাজ শুরু বিনোর - ISL 2024 25

EAST BENGAL START PRACTICE UNDER BINO GEORGE: কার্লেস কুয়াদ্রাত দায়িত্ব ছাড়তেই কাজ শুরু করে দিলেন বিনো জর্জ ৷ সোমবার বিকেলে তাঁর অধীনে প্রথম অনুশীলন করল সিনিয়র দল ৷ কেমন ছিল সেই ছবি?

EAST BENGAL FOOTBALLERS WITH COACH
বিনোর অধীনে শুরু সিনিয়র দলের অনুশীলন (ETV Bharat)

কলকাতা, 30 সেপ্টেম্বর: সকালে ক্লাবকর্তাদের সঙ্গে বৈঠকে দায়িত্ব থেকে অব্য়াহতি নিয়েছেন কার্লেস কুয়াদ্রাত ৷ 'প্রফেসর' জমানার অবসানের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্বে যুব দলের দায়িত্বে থাকা বিনো জর্জ ৷ যাঁর প্রশিক্ষণে ছোটরা কলকাতা লিগে চ্য়াম্পিয়নের প্রহর গুনছে, সিনিয়র দলের কোচ হিসেবে সেই দক্ষিণী ভদ্রলোকের প্রথম অ্যাসাইনমেন্ট আগামী শনিবার জামশেদপুর এফসি ম্য়াচ ৷ তার আগে অবশ্য সোমবার থেকে কাজ শুরু করে দিলেন বিনো জর্জ ৷

যদিও সিনিয়র দলের কোচ হিসেবে বিনোর প্রথমদিনের অনুশীলনে পরিবেশ খানিকটা থমথমে ৷ ফুটবলাররা প্র্যাকটিস সারলেও তাঁদের শরীরীভাষায় একটা দমবন্ধ করা ছবি। এই দমবন্ধ করা পরিবেশ থেকে দলের ছেলেদের বের করাই এখন চ্যালেঞ্জ বিনোর কাছে ৷ এদিন অনুশীলনেক শুরুতেই হিজাজি মাহের ও ক্লেইটন সিলভার সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা সেরে নেন অন্তর্বর্তী কোচ ৷ তবে বিনোর প্রথম অনুশীলনে ছিলেন না দিমিত্রিয়স দিয়ামানতাকোস ও সাউল ক্রেসপো ৷

চুটিয়ে অনুশীলন করলেন প্রভাত লাকরা ৷ তবে সোমবার লাল-হলুদ অনুশীলনে বড় চমক হীরা মণ্ডল ৷ এদিন সিনিয়র দলের অনুশীলনে যোগ দিলেন এই লেফট-ব্যাক ৷ বেশ কিছুদিন ধরেই তাঁকে সিনিয়র দলে নিয়ে আসার দাবি জানাচ্ছিলেন অনুরাগীরা ৷ অনুশীলন শেষেও সৌভিক চক্রবর্তী, ক্লেইটন, নাওরেম মহেশদের সঙ্গে আরেক দফা আলোচনা সারেন বিনো ৷ সঙ্গে ছিলেন ক্লাবের বোর্ড অফ ডিরেক্টর্সের অন্যতম বিভাস আগরওয়াল ৷ ব্রাজিলিয়ান ক্লেইটন জানালেন, "একটা করে ম্যাচ ধরে এগোতে চাইছি। আপাতত লক্ষ্য জামশেদপুর ম্য়াচ ৷ তারপর ডার্বি নিয়ে ভাবব। তার মধ্যে আশাকরি নতুন কোচ চলে আসবে।"

বিভাস আগরওয়াল বলেন, "মিটিংয়ে ঢুকে কোচই এদিন সরে দাঁড়ানোর কথা বলে। আমরা কোচকে সরে যেতে বলিনি। আমরা শুধু পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। কী করে ঘুরে দাঁড়ানো যায় তা নিয়ে কথা বলতে চেয়েছিলাম। ফুটবল এমনই। কার্লেস আমাদের সাফল্য দিয়েছে। গতবছর ট্রফি দিয়েছে। তাই ওনার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details