কলকাতা, 30 সেপ্টেম্বর: সকালে ক্লাবকর্তাদের সঙ্গে বৈঠকে দায়িত্ব থেকে অব্য়াহতি নিয়েছেন কার্লেস কুয়াদ্রাত ৷ 'প্রফেসর' জমানার অবসানের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্বে যুব দলের দায়িত্বে থাকা বিনো জর্জ ৷ যাঁর প্রশিক্ষণে ছোটরা কলকাতা লিগে চ্য়াম্পিয়নের প্রহর গুনছে, সিনিয়র দলের কোচ হিসেবে সেই দক্ষিণী ভদ্রলোকের প্রথম অ্যাসাইনমেন্ট আগামী শনিবার জামশেদপুর এফসি ম্য়াচ ৷ তার আগে অবশ্য সোমবার থেকে কাজ শুরু করে দিলেন বিনো জর্জ ৷
যদিও সিনিয়র দলের কোচ হিসেবে বিনোর প্রথমদিনের অনুশীলনে পরিবেশ খানিকটা থমথমে ৷ ফুটবলাররা প্র্যাকটিস সারলেও তাঁদের শরীরীভাষায় একটা দমবন্ধ করা ছবি। এই দমবন্ধ করা পরিবেশ থেকে দলের ছেলেদের বের করাই এখন চ্যালেঞ্জ বিনোর কাছে ৷ এদিন অনুশীলনেক শুরুতেই হিজাজি মাহের ও ক্লেইটন সিলভার সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা সেরে নেন অন্তর্বর্তী কোচ ৷ তবে বিনোর প্রথম অনুশীলনে ছিলেন না দিমিত্রিয়স দিয়ামানতাকোস ও সাউল ক্রেসপো ৷