কলকাতা, 23 জানুয়ারি:মাঘ মাসের মেঘাচ্ছন্ন আকাশে ইডেনে বাংলার সর্বনাশ। ছত্তিশগড়ের বিরুদ্ধে ম্যাচ ড্র মনোজ তিওয়ারিদের । এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য হল বাংলাকে । তিন ম্যাচে পাঁচ পয়েন্ট। নক-আউটের রাস্তা কঠিন করে ফেলছে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। খারাপ আলোর কারণে চারটে দিনই পুরো সময় খেলা হয়নি । এই অবস্থায় যে কোনও ম্যাচের ফয়সালা হওয়া কঠিন । যদি না দুটো দলের এক কিংবা দু'জনের বল কিংবা ব্যাট হাতে অনন্য পারফরম্যান্স ব্যবধান গড়ে দেয়।
'ম্যান অফ দ্য ম্যাচ' অভিষেক পোড়েল। দু'দলের মধ্যে বাংলার উইকেটরক্ষক ব্যাটারই সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন । রঞ্জির কোনও ম্যাচে সেরার পুরস্কার সবসময়ই প্রশংসার । তাই অভিষেকের ইনিংসকে সাধুবাদ । কিন্তু বাংলা দলের বোলারদের পারফরম্যান্স কাঠগড়ায় । 381 রানের লক্ষণরেখা অতিক্রম করতে নেমে শেষদিনে ছত্তিশগড় 27 রানে দুই উইকেট নিয়ে শেষ দিনের খেলা শুরু করে শেষ দিনে ছত্তিশগড় তুলল ছয় উইকেটে 214 রান । আশুতোষ সিংয়ের 240 বলে 10টি বাউন্ডারিতে সাজানো 88 রান ছত্তিশগড়ের ইনিংসের সর্বোচ্চ । সারাদিনে 83 ওভার বল করেছে বাংলা । কিন্তু উইকেট তুলতে পেরেছে মাত্র চারটি । সুরজ সিন্ধু জয়সওয়ালের 23 ওভার বল করে 29 রানে চার উইকেট ছাড়া বাংলার বোলাররা তো প্রতিপক্ষকে চাপে ফেলতে ব্যর্থ । ইশান পোড়েল, মহম্মদ কাইফের শিকার শূন্য । করণলাল এবং শ্রেয়াংশ ঘোষের একটি করে উইকেট ছাড়া বাকিদের পারফরম্যান্স অন্তসার শূন্য ।
লক্ষ্মীরতন শুক্লা মানছেন বোলারদের পারফরম্যান্স আশাপ্রদ নয় । বিশেষ করে মহম্মদ কাইফ প্রভাব ফেলতে পারেননি । তবে বাংলা দলের কোচ ঈশান পোড়েলের হয়ে ব্যাট ধরছেন । চোট সারিয়ে ফিরে এসে বছর সাতাশের বঙ্গ পেসার ছন্দ পাওয়ার চেষ্টা করছেন । তাঁর প্রত্যাশিত ছন্দে ফেরা সময়ের অপেক্ষা । ছত্তিশগড়ের বিরুদ্ধে ন্যূনতম তিন পয়েন্ট না-পাওয়ার জন্য আবহাওয়া কে দায়ী করছেন লক্ষ্মীরতন শুক্লা । তাঁর মতে, সকালের ঘণ্টাদু'য়েকের খেলা আলোর অভাবে না হওয়ার ধাক্কাতেই ড্র । একই কারণে উত্তরপ্রদেশকে বেকায়দায় পেয়েও হারাতে না পারার কারণ হিসেবে আবহাওয়াকেই দায়ী করছেন লক্ষ্মী । তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে নক-আউটের আশা ক্ষীণ হচ্ছে কি না, এই প্রশ্নে বাংলার কোচ সামনের চারটে ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা দিচ্ছেন।