হায়দরাবাদ, 3 জানুয়ারি: অধিনায়কোচিত শতরান সুদীপ কুমার ঘরামির ৷ ওপেনিংয়ে যোগ্য় সঙ্গত অভিষেক পোড়েলের ৷ বিহারকে ছয় উইকেটে হারিয়ে বিজয় হাজারে ট্রফির শেষ আটে বাংলা ৷ হায়দরাবাদে বিহারের ছুড়ে দেওয়া 236 রান তাড়া করতে নেমে 45 বল বাকি থাকতেই কার্যসিদ্ধি করে ফেলল বাংলা ৷
গত চার ম্যাচের তিনটিতে জিতে কোয়ার্টারে পা বাড়িয়েই রেখেছিল বাংলা ৷ এদিন হায়দরাবাদে টস জিতে বিহারকে প্রথমে ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানান সুদীপ কুমার ঘরামি ৷ পীযূষ সিংয়ের 89 রানে ভর করে স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা খাড়া করে বিহার ৷ 34 রান আসে বিপিন সৌরভের ব্যাটে ৷ বাংলার হয়ে বল হাতে সবচেয়ে সফল প্রদীপ্ত প্রামাণিক ৷ 34 রানে তিন উইকেট নেন বাঁ-হাতি বোলার ৷ দু'টি করে উইকেট যায় পেসার মুুকেশ কুমার ও স্পিনার করণ লালের ঝুলিতে ৷ প্রত্যাবর্তনে 28 রানে এক উইকেট নেন মহম্মদ শামি ৷