লাহোর, 22 ফেব্রুয়ারি:আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম তিন ম্য়াচেই শতরান করেছেন কোনও না কোনও ব্য়াটার ৷ অস্ট্রেলিয়া বনাম ইংল্য়ান্ড, টুর্নামেন্টের চতুর্থ ম্য়াচেও শতরানের ধারা বজায় রইল ৷ সৌজন্যে ইংরেজ ওপেনার বেন ডাকেট ৷ তাঁর 165 রানের সৌজন্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক রানের নজির গড়ল ইংল্য়ান্ড ৷ এমনকী দুর্ধর্ষ ইনিংসে ব্যক্তিগত রেকর্ডও গড়ে ফেললেন ইংরেজ ওপেনার ৷ প্রাক্তন কিউয়ি ব্য়াটার ন্য়াথন অ্যাসলে এবং জিম্বাবোয়ে কিংবদন্তি অ্য়ান্ডি ফ্লাওয়ারকে টপকে চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বাধিক রানের ইনিংসটি এদিন গদ্দাফি স্টেডিয়ামে খেলে ফেললেন ডাকেট ৷
ওপেন করতে নেমে এদিন 143 বলে 165 রানের ঝকঝকে ইনিংস উপহার দেন বাঁ-হাতি ইংরেজ ওপেনার ৷ মারেন 17টি চার এবং তিনটি ছয় ৷ সেইসঙ্গে ভেঙে দেন টুর্নামেন্টে অ্যান্ডি ফ্লাওয়ারের 21 বছরের রেকর্ড ৷ 2004 সালে ওভালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রাক্তন কিউয়ি তারকার অপরাজিত 145 রানের ইনিংস এতদিন চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ছিল সর্বাধিক ৷ তারও আগে 2002 সালে ভারতের বিরুদ্ধেও 145 রান এসেছিল প্রাক্তন জিম্বাবোয়ে অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ারের ব্য়াটে ৷ 115.38 স্ট্রাইক রেটে এদিন ডাকেট ভেঙে দিলেন সেই নজির ৷ একইসঙ্গে প্রথম ব্য়াটার হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে দেড়শত রান এল ডাকেটের ব্য়াটে ৷
মূলত বাঁ-হাতি ওপেনারের ব্য়াটেই এদিন স্কোরবোর্ডে 351 রান তোলে 'থ্রি-লায়ন্স' ৷ 43 রানে দু'উইকেট হারালেও তৃতীয় উইকেটে ডাকেট এবং জো রুটের জুটিতে যোগ হয় 158 রান ৷ যা রানের চূড়ায় পৌঁছে দেয় দলকে ৷ সেইসঙ্গে 2004 চ্যাম্পিয়ন্স ট্রফিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিউজিল্য়ান্ডের 347 রানের নজির টপকে যায় ইংল্য়ান্ড ৷ রুট 68 রানে আউট হলেও আটকানো যায়নি ডাকেটকে ৷