পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পারথে কোহলিদের অনুশীলনে মিডিয়ার অবাধ প্রবেশ, 'গুজব' ওড়াল বিসিসিআই - BORDER GAVASKAR TROPHY

রুদ্বদ্বারে নয়, জনসমক্ষেই অনুশীলন করবে ভারতীয় দল ৷ অস্ট্রেলিয়ার মিডিয়ায় প্রকাশিত রিপোর্টকে মিথ্যে বলল বিসিসিআই ৷

INDIAN CRICKET TEAM
ওয়াকা-য় বিরাটদের অনুশীলন (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Nov 14, 2024, 11:42 AM IST

পারথ, 14 নভেম্বর: মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন দিয়ে শুরু হয়েছিল ৷ এরপর বুধবার ওয়াকা (WACA)-য় অনুশীলনে যোগ দিয়েছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরার মত সিনিয়র ক্রিকেটাররাও ৷ বিসিসিআই তাঁদের সোশাল মিডিয়া মাধ্য়মে সেই ছবি শেয়ারও করেছে ৷ কিন্তু অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলিতে বলা হচ্ছিল ওয়াকায় অনুশীলন পর্ব কিংবা আসন্ন ইন্ট্রা-স্কোয়াড প্রস্তুতি ম্যাচ ভারতীয় দল বন্ধ দরজার আড়ালে করবে ৷ অর্থাৎ, দর্শক তো বটেই; সেখানে প্রবেশ করতে পারবে না কোনও সংমাধ্যমের ক্য়ামেরাও ৷ কিন্তু তা যে সত্যি নয়, জানাল বিসিসিআই ৷

এ ব্যাপারে সংবাদসংস্থা পিটিআই'কে বোর্ডের এক সূত্র বলেছে, "না সিনিয়র দল, না ভারতীয়-এ দল ৷ কারও তরফেই এমন অনুরোধ করা হয়নি ৷ অনুশীলন পর্বে সকলের জন্যই প্রবেশ অবাধ ৷ ভারতীয় এবং অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নির্দ্বিধায় অনুশীলন কভার করতে পারে যতক্ষণ ইচ্ছে ৷"

বুধবার 'দ্য অস্ট্রেলিয়ান' সংবাদপত্রে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয় ৷ যেখানে বলা হয়, ওয়াকা-য় কর্মরত একদল নির্মাণ শ্রমিককে তাঁদের সংস্থার তরফে মেইলে জানানো হয়, ভারতীয় দল কিংবা ক্রিকেটারদের অনুশীলনের কোনওরকম ছবি যাতে তাঁরা না-তোলে কিংবা ভিডিয়ো না ক্যামেরাবন্দি করে ৷এমনই সব রিপোর্ট সামনে আসার পরই বোর্ডের তরফে তা ভিত্তিহীন বলে নাকচ করা হল ৷

এদিকে অস্ট্রেলিয়ায় থাকা ভারতীয়-এ দলের ক্রিকেটার, যাঁরা বর্ডার-গাভাসকর স্কোয়াডে নেই, তাঁদেরকেও অনুশীলনের স্বার্থে মূল দলের সঙ্গে ডেকে নেওয়া হয়েছে ৷ জানা যাচ্ছে, শুক্রবার থেকে শুরু হতে চলা ইন্ট্রা-স্কোয়াড প্রস্তুতি ম্যাচে তাঁরাও অংশ নেবেন ৷ প্রথমদিন ঐচ্ছিক অনুশীলনে না-থাকলেও বুধবার ওয়াকা-য় নেটে বেশ অনেকটা সময় ধরে ব্য়াটিং ঝালিয়ে নেন বিরাট ৷ ছিলেন অন্যান্যরাও ৷

কেবল স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় পাশে থাকতে দেশে রয়ে গিয়েছেন অধিনায়ক রোহিত ৷ যদিও গৌতম গম্ভীর আশাবাদী রোহিত প্রথম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন ৷ সেক্ষেত্রে প্রথম টেস্ট না-খেললেও দ্বিতীয় টেস্ট থেকে পাওয়া যেতে পারে 'হিটম্যান'কে ৷

ABOUT THE AUTHOR

...view details