পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইপিএলে তকমা পেয়েছিলেন স্পিডস্টার, ময়াঙ্কই বাংলাদেশের বিরুদ্ধে 'তুরুপের তাস'! - IND vs BAN T20 Series - IND VS BAN T20 SERIES

Team India Squad for T20I Series Against Bangladesh: ভারত-বাংলাদেশের কানপুর টেস্টের রেজাল্ট কী হবে, তা নিয়ে ভেবে চলেছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। কারণ সেখানে বরুণদেব ভর করেছেন ৷ এরই মাঝে আগামী 6 অক্টোবর শুরু হতে চলা টাইগারদের বিরুদ্ধে দলের মেন ইন ব্লু'র দলঘোষণা করেদিল বিসিসিআই ৷ সেখানেই নিজের 'দুরন্ত গতির' জন্য জায়গা করে নিলেন ময়াঙ্ক যাদব ৷

Team India Squad for T20I Series Against Bangladesh
ময়াঙ্কই বাংলাদেশের বিরুদ্ধে 'তুরুপের তাস' (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Sep 28, 2024, 11:08 PM IST

মুম্বই, 28 সেপ্টেম্বর:বাংলাদেশের বিরুদ্ধে ভারতের 3 ম্যাচের টি-20 সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই ৷ 6 অক্টোবর ভারত-বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচ। তাতেই বাংলাদেশের বিরুদ্ধে টি-20 টিমে সুযোগ পেয়ে গেলেন আইপিএলে গতির ঝড় তুলে শোরগোল ফেলা ময়াঙ্ক যাদব ৷ দলের অধিনায়কত্বে রয়েছেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়াও দলে রয়েছেন, তবে কোনও খেলোয়াড়কে সহঅধিনায়ক করা হয়নি। 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য ভারতের 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

টেস্ট সিরিজের পর তিনটি টি-20 ম্যাচ যথাক্রমে 6, 9 ও 12 অক্টোবর ৷ প্রথম টি-20 ম্যাচটি হবে মধ্যপ্রদেশের গোয়ালিওরে ৷ পরেরটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৷ শেষ টি-20 ম্যাচটি হায়দরাবাদের রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৷ উল্লেখ্য, 2024 আইপিএলে লখনউ সুপার জায়ান্টসে এই বোলার দ্রুত বল করে 'স্পিডস্টার' তকমা পেয়েছেলেন ৷ জানা গিয়েছে, দীর্ঘদিন চোটে ভোগার পর ডাক পেলেন ময়াঙ্ক। তাঁর এবার আন্তর্জাতিক অভিষেক হতে চলেছে।

গত 10 মাস ধরে ঈশান কিষাণ জাতীয় দলের বাইরে রয়েছেন ৷ দীর্ঘদিন চোটের জন্য বাইরে থাকার পর ঘরোয়া ক্রিকেট না-খেলে সরাসরি জাতীয় দলে সুযোগ দেওয়ায় তাঁর উপরে চাপ পড়বে কি না। কিপার হিসেবে রাখা হয়েছে সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মাকে। ঋষভ পন্তকে বিশ্রাম দেওয়া হয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে টি-20 ম্যাচের ভারতের স্কোয়াড-

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হর্ষিত রানা, ময়াঙ্ক যাদব ৷

ABOUT THE AUTHOR

...view details