পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিজেপি করলেই উঠবে নিষেধাজ্ঞা ! অলিম্পিকজয়ীর মন্তব্যে শোরগোল - BAJRANG PUNIA

জাতীয় দলের হয়ে ট্রায়াল চলাকালীন ডোপ পরীক্ষার জন্য প্রস্রাবের নমুনা দিতে অস্বীকার করেন তিনি ৷ তারপরেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাডা ৷

Bajrang Punia claims he is victim of  political conspiracy
অলিম্পিকজয়ীর মন্তব্যে শোরগোল (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Nov 28, 2024, 3:06 PM IST

হায়দরাবাদ, 28 নভেম্বর: টোকিও অলিম্পিক্সে দেশে ব্রোঞ্জ এসেছিল তাঁর হাত ধরে ৷ সম্প্রতি তাঁকে চার বছরের জন্য নির্বাসিত করেছে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (NADA) ৷ তা নিয়েই এবার কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন তারকা কুস্তিগীর ৷ অভিযোগ করলেন, তাঁর বিরুদ্ধে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ চলছে ৷

সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন বজরং পুনিয়া ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট না-দিলেও অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেসের ওয়ার্কিং চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে দল ৷ বজরং রেলওয়েতে কর্মরত ছিলেন ৷ কংগ্রেসে যোগ দেওয়ার পরেই তাঁকে শো-কজ করে রেলওয়ে ৷ তাঁকে নির্বাসনে পাঠিয়েছে নাডাও ৷

2024 সালের মার্চে জাতীয় দলের হয়ে ট্রায়াল চলাকালীন ডোপ পরীক্ষার জন্য প্রস্রাবের নমুনা দিতে অস্বীকার করেন তিনি ৷ তারপরেই ভারতীয় কুস্তিগীরকে নির্বাসিত করা হয়েছে । ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) তাঁকে 31 ডিসেম্বর, 2024 পর্যন্ত সাসপেন্ড করেছে । নিষেধাজ্ঞার পর গুরুতর অভিযোগ করেন বজরং ৷ ব্রিজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনে অন্যায় ও শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন কুস্তিগীররা । বকলমে তা ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও ৷ সেকারণেই তাঁদের উপর এই চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন বজরং ৷

বজরং এক্স পোস্টে লিখেছেন, ‘‘আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে আমি কখনই ডোপিং পরীক্ষা করতে অস্বীকার করিনি । যখন নাডা টিম আমার কাছে পরীক্ষার জন্য এসেছিল, তাদের কাছে যে ডোপ কিটটি ছিল তা মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল । এটি অবহেলার কারণেই হয় ৷ আমি সেকথাই বলেছিলাম । বৈধ কিট দিয়ে পরীক্ষা করা হলে আমি রাজি হতাম ৷ ইচ্ছাকৃতভাবে আমার বিরুদ্ধে এই জিনিস করা হচ্ছে ।’’

পুনিয়া আরও বলেছেন, "বিজেপি সরকার এবং ফেডারেশন আমাকে ফাঁসানোর জন্য এবং আমার কেরিয়ার শেষ করার জন্য এই চালটি খেলেছে । এই জিনিস আমাকে এবং আমার মতো অন্যান্য খেলোয়াড়দের চুপ করার চেষ্টা । নাডার পদক্ষেপ প্রমাণ করেছে যে তারা নিরপেক্ষ নয় ৷ আমি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা বন্ধ করব না ৷ আমাকে আজীবন সাসপেন্ড করা হলেও আমি অন্যায়ের বিরুদ্ধে আমার আওয়াজ তোলা বন্ধ করব না । এই লড়াই শুধু আমার নয়, প্রত্যেক খেলোয়াড়ের যাদের চুপ করানোর চেষ্টা চলছে ।’’

বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মতো বড় টুর্নামেন্টে অনেক পদক জেতা বজরং অর্জুন পুরস্কার, 2015 সালে খেলরত্ন এবং 2019 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন । চলতি বছরের সেপ্টেম্বরে ভিনেশ ফোগতের সঙ্গে কংগ্রেসে যোগ দেন । তারপর থেকেই আরও বিতর্কে জড়িয়েছেন অলিম্পিকজয়ী পালোয়ান ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details