পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ষষ্ঠ খেতাবের স্বপ্নভঙ্গ, 14 বছর পর অনূর্ধ্ব 19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

India vs Australia U19 Cricket WC: পরপর পাঁচবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত ৷ কিন্তু, কখনই পরপর বিশ্বজয় করা হয়নি ৷ এবারও হারতে হল উদয় সাহারানের ভারতকে ৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে অজি পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করল ভারতীয় টপ-অর্ডার ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 9:03 PM IST

Updated : Feb 11, 2024, 9:12 PM IST

বেনোনি (দক্ষিণ আফ্রিকা), 11 ফেব্রুয়ারি: 2023 সালে ভারতের সিনিয়র দলের সামনে পরপর দু’টি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে গলার কাঁটা হয়ে ছিল অস্ট্রেলিয়া ৷ 2024 সালে ছোটদের বিশ্বকাপেও সেই কাঁটা গলা থেকে নামল না ৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে ফের একবার অজিদের সামনে ফাইনালের মঞ্চে হার মানল ভারত ৷ বিশ্বকাপ হাতছাড়া হল উদয় সাহারানের দলের ৷ ভারতকে 79 রানে হারিয়ে চতুর্থবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া ৷ 254 রান তাড়া করতে নেমে 174 রানেই অলআউট হয়ে যায় ইন্ডিয়া।

এদিন রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই ওপেনার আরশিন কুলকার্নির (3) উইকেট হারায় ভারত ৷ কিন্তু, প্রাথমিক ধাক্কা সামলে ভারতীয় ইনিংসকে সামলেছিলেন ওপেনার আদর্শ সিং (47) এবং মুশির খান (22) ৷ কিন্তু, মুশির আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে যায় ভারতীয় ব্যাটিং লাইন-আপ ৷ অধিনায়ক উদয় সাহারান (8) অফস্টাম্পের বাইরের বল পেয়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি ৷ বল ফাঁকা জায়গায় প্লেস করতে ব্যর্থ হন ৷ পয়েন্ট ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেন তিনি ৷

উদয় আউট হওয়ার সঙ্গেই ভারতের বিশ্বজয়ের স্বপ্ন প্রায় শেষ হয়ে যায় ৷ এরপর বিষয়টি ছিল আসা-যাওয়ার ৷ সচিন ধাস (9), প্রিয়াংশু মোলিয়া (9), আরভেল্লি অবিনাশ (0) কেউই দাঁড়াতে পারেননি ৷ তবে, উলটোদিকে আদর্শ সিং একা দাঁড়িয়ে ছিলেন ৷ কিন্তু, 6 উইকেট পড়ে যাওয়ার পর, তাঁর কাছেও কোনও উপায় ছিল না ৷ 31 নম্বর ওভারে মাহিল বেয়ার্ডম্যানের বলে 77 বলে লড়াকু 47-এর ইনিংস খেলে আউট হন তিনি ৷

আজ অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে প্রায় সকলেই নিজেদের প্রমাণ করেছেন ৷ কুলাম ভিলডার, চার্লি অ্যান্ডারসন সফল হয়েছেন ৷ তবে, তাঁদের ইকনমিও চারের নিচে ছিল ৷ সবচেয়ে সফল ডান হাতি মিডিয়াম পেসার মাহিল বেয়ার্ডম্যান এবং অফস্পিনার রাফ ম্যাকমিলান ৷

আরও পড়ুন:

  1. অজিদের বিরুদ্ধে ফাইনালে ভারতের পেসারদের দাপট, ষষ্ঠ খেতাব জিততে দরকার 254 রান
  2. বুমরার ইচ্ছে না জেনেই 'সাদা বলের বিশেষজ্ঞ' তকমা, মন্তব্য শাস্ত্রীর
  3. অভিষেকের লক্ষ্যে আকাশ দীপ, ভারতীয় দলে আবারও একসঙ্গে বাংলার দুই ক্রিকেটার
Last Updated : Feb 11, 2024, 9:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details