সেন্ট লুসিয়া, 24 জুন:2023ওয়ান-ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। স্বাভাবিকভাবেই চলতি টি-20 বিশ্বকাপের আসরে সেই হারের বদলার কথা মাথায় রয়েছে ভারতীয় সমর্থকদের মনে। রোহিত-বাহিনীও মরিয়া এই হারের বদলা নিতে ৷ শুধু প্রতিশোধ নয়, বরং সেমিফাইনালের টিকিটের উপরেই স্থির রয়েছে। তবে এদিন টি-20 বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান তোলেন রোহিতরা ৷
টি-20 বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে আজ ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে টস হেরে ব্যাট করতে নামে রোহিত ব্রিগেড ৷ নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 205 রান তোলে টিম ইন্ডিয়া ৷ আজ টি-20 বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বাধিক দলগত রানও তোলে ভারত ৷ আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক রানের পাহাড় খাড়া করে ৷ এর আগে ভারত সর্বাধিক দলগত রান তুলেছিল 2007 টি-20 বিশ্বকাপে ৷ 4 উইকেটে 218 রান তুলেছিল ভারত ৷ পরে 2021 টি-20 বিশ্বকাপে 2 উইকেটে 210 রান তুলেছিল টিম ইন্ডিয়া ৷ এরপর আজ সেন্ট লুসিয়ায় 200 রানের গণ্ডি পেরোলেন রোহিতরা ৷ অজিদের বিরুদ্ধে 205 রান তুললেন তাঁরা ৷