ঢাকা, 19 জানুয়ারি: সময়টা মোটেই ভালো যাচ্ছে না শাকিব আল হাসানের ৷ এমনিতেই গতবছর ছাত্র আন্দোলনের সময় দেশছাড়া হয়েছেন প্রাক্তন আওয়ামী লীগ সাংসদ ৷ পরবর্তী সময় পরিস্থিতি শান্ত হলেও জনরোষের কারণে দেশে ফিরতে পারেননি দেশের শ্রেষ্ঠ অলরাউন্ডার ৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে শত অনুরোধ সত্ত্বেও দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে পারেননি শাকিব ৷ এবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা ৷
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দায়ের করা এক মামলায় রবিবার বাঁ-হাতি অলরাউন্ডারের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা ৷ গত বছর ডিসেম্বরে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ ৷ গত 18 ডিসেম্বর ঢাকার আদালত শাকিবকে 19 জানুয়ারির মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ৷ কিন্তু ক্রিকেটার-রাজনীতিবিদ তা না-করায় জারি হল গ্রেফতারি পরোয়ানা ৷ শাকিব কেবল একা নন, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাঁর সংস্থার আরও তিনজনের বিরুদ্ধে ৷
ঢাকার (অতিরিক্ত) মুখ্য মেট্রোপলিটন ম্য়াজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াদুর রহমান শাকিবের বিরুদ্ধে এদিন গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেন ৷ জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট 'ক্রিকবাজে'র রিপোর্ট অনুযায়ী, শাকিবের সংস্থা আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড সংশ্লিষ্ট ব্যাঙ্কের থেকে মোটা অঙ্কের টাকা (বাংলাদেশি মুদ্রায়া 4 কোটি টাকারও বেসি) ঋণ নেয় ৷ সেই ঋণ শোধের জন্য বাংলাদেশ ক্রিকেটারের সংস্থার তরফে ব্যাঙ্কে দুটি চেক দেওয়া হয় ৷ অভিযোগ, অপর্যাপ্ত ব্যালান্সের কারণে সেই চেকদুটি বাউন্স করে ৷ ফলশ্রুতি হিসেবে ব্যাঙ্কের এক উচ্চপদস্থ আধিকারিকের তরফে দায়ের হয় অভিযোগ ৷