টেক্সাস, 4 জুলাই: ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পেরুর বিরুদ্ধে নামেননি ৷ লিওনেল মেসি না-থাকলেও অবশ্য গ্রুপের শেষ ম্যাচ জিততে সমস্যা হয়নি বিশ্বজয়ীদের ৷ চোট না-সারায় ইকুয়েডরের বিরুদ্ধে শেষ আটেও অনিশ্চিত ‘এলএম10’ ৷ ফলে দলের সেরা তূণকে ছাড়াই হয়তো নক-আউটের প্রথম ম্যাচে নামতে হবে ‘লা আলবিসেলেস্তে’কে ৷
বিশ্বকাপের পর এবার ষষ্ঠদশ বারের জন্য দেশকে লাতিন আমেরিকা সেরা করার লক্ষ্যে নেমেছেন লিওনেল স্কালোনির ছেলেরা ৷ গ্রুপে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে নীল-সাদা জার্সিধারীরা ৷ দুর্দান্ত ছন্দে রয়েছেন লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজরা ৷ অন্যদিকে জামাইকাকে 3 গোলে হারালেও ভেনেজুয়েলার কাছে হেরেছে ইকুয়েডর ৷ গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টাকে পৌঁছেছেন ইনের ভ্যালেন্সিয়া, কেনদ্রি পায়েজরা ৷ ফলে মেগা ম্যাচে এগিয়ে রয়েছে আর্জেন্তিনাই ৷