হংকং, 10 ফেব্রুয়ারি: আগামী মার্চ মাসে চিনে একটি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্তিনা দলের ৷ শুক্রবার সেই ম্যাচটি বাতিল করে দিল হ্যাংঝাউয়ের স্পোর্টস ব্যুরো ৷ যার মূল কারণ, গত বুধবারও ইন্টার মিয়ামির হয়ে হংকংয়ের স্থানীয় ক্লাবের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে লিওনেল মেসির পুরো খেলতে না পারা ৷ যার কারণে সেখানকার ফুটবল প্রেমীদের মধ্যে ক্ষোভ বেড়েছে ৷ পরিস্থিতি খারাপের দিকে যেতে শুরু করেছে ৷
উল্লেখ্য, অধিনায়ক লিও মেসি মার্চ মাসে বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলকে নিয়ে আন্তর্জাতিক ফ্রেন্ডলি টুর্নামেন্টের সফরে বেরোবেন ৷ যেখানে 18-26 মার্চ পর্যন্ত আর্জেন্তিনা দল চিন সফরে থাকবে ৷ যেখানে হ্যাংঝাউতে নাইজেরিয়া এবং বেজিংয়ে আইভরি কোস্টের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্তিনার ৷ উল্লেখ্য, নাইজেরিয়া এবং আইভরি কোস্ট চলতি সপ্তাহে আফ্রিকা কাপ অফ ন্যাশনস ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে ৷
কিন্তু, এই মুহূর্তে পরিস্থিতি খুব একটা ভালো নয় হংকংয়ে ৷ লিওনেল মেসি এই মুহূর্তে তাঁর ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে হংকং সফরে রয়েছেন ৷ কিন্তু, গত রবিবার তিনি কুচকির চোটের কারণে স্থানীয় ক্লাবের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলতে নামেননি ৷ স্বভাবতই ম্যাচ দেখতে আসা ফুটবল অনুরাগীদের মধ্যে একটা ক্ষোভ ছিলই ৷ কারণ তাঁরা লিওনেল মেসির ফুটবল দেখতে এসেছিলেন ৷ তবে, মঙ্গলবার মেসি নিজে সাংবাদিক বৈঠক করেছিলেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, চেষ্টা করবেন পরের ম্যাচে মাঠে নামার ৷ তবে, পুরোটাই নির্ভর করছিল তাঁর চোটের পরিস্থিতির উপর ৷