ব্রিসবেন, 17 ডিসেম্বর: টপ-অর্ডারের ব্যাটিং ব্যর্থতা খানিক ঘুচিয়ে টেল-এন্ডারদের ব্যাটে ব্রিসবেনে ফলো-অন এড়াল ভারত ৷ অন্তিম উইকেটে আকাশদীপ এবং জসপ্রীত বুমরার ব্যাটে লজ্জা দূর হল সফরকারী দলের ৷ চতুর্থদিনও দফায়-দফায় ম্যাচে বিঘ্ন ঘটাল বৃষ্টি ৷ তারই মাঝে কেএল রাহুল এবং রবীন্দ্র জাজেদার ব্যাটে কিছুটা লড়াই করে ভারত ৷ তা সত্ত্বেও ফলো-অনের আশঙ্কা চেপে বসেছিল ভারতীয় শিবিরে ৷ সহঅধিনায়ক বুমরাকে সঙ্গে নিয়ে দশম উইকেটের জুটিতে যা দূর করলেন বঙ্গ ক্রিকেটার আকাশদীপ ৷
বারংবার বৃষ্টির কারণে মন্দ আলোর জেরে সময়ের আগে শেষ হল চতুর্থদিনেরও খেলা ৷ চার উইকেটে 51 রান নিয়ে দিন শুরু করা ভারতীয় দল ফলো-অন এড়াতেই শেষ হয়ে এদিনের খেলা ৷ দিনের শেষে ভারতের রান 9 উইকেট হারিয়ে 252 ৷ অর্থাৎ, অস্ট্রেলিয়ার চেয়ে প্রথম ইনিংসে এখনও 193 রানে পিছিয়ে সফরকারী দল ৷
76 বছর পর ক্যাঙারুর দেশে ফলো-অনের ভ্রূকুটি নিয়ে শুরু করা ভারত চতুর্থদিন প্রথমেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ৷ 10 রানে প্যাট কামিন্সের বলে উইকেটের পিছনে ধরা পড়েন ভারত অধিনায়ক ৷ সবমিলিয়ে মুম্বইকরের খারাপ ফর্ম অব্যাহত ৷ তবে ষষ্ঠ উইকেটে নীতিশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে ভারতকে লড়াইয়ে রাখেন রাহুল ৷ অর্ধশতরান পূর্ণ করে শতরানের দিকে ভালোই এগোচ্ছিলেন দক্ষিণী ব্যাটার ৷ কিন্তু 84 রানে স্লিপে স্টিভ স্মিথের দুর্ধর্ষ ক্যাচে সাজঘরে ফিরতে হয় তাঁকে ৷ ষষ্ঠ উইকেট জুটিতে যোগ হয় 67 রান ৷