হায়দরাবাদ, 6 জানুয়ারি: ফুটবল, কবাডির পর বাইশ গজে অভিষেক বচ্চন ৷ খেলাধুলোর সঙ্গে জুনিয়র বচ্চনের আত্মিক যোগ অনুরাগীদের অজানা নয় ৷ এর আগে ইন্ডিয়ান সুপার লিগ কিংবা প্রো-কবাডি লিগে দল কিনেছেন অভিষেক ৷ নিয়মিত গ্য়ালারি থেকে উৎসাহ জুগিয়ে থাকেন প্লেয়ারদের ৷ এবার বাইশ গজেও তাঁর উপস্থিতি থাকবে নিয়মিত ৷ কারণ, চলতি বছর শুরু হতে চলা ইউরোপিয়ান টি-20 প্রিমিয়র লিগে টাকা ঢাললেন অভিষেক ৷ কোনও দল নয়, অভিনেতাকে লিগের মাথায় বসাল কর্তৃপক্ষ ৷
ইউরোপিয়ান টি-20 প্রিমিয়র লিগের কো-অনর হলেন 'দশভি' অভিনেতা ৷ আইসিসি অনুমোদিত এই লিগ চালু হচ্ছে চলতি বছরই ৷ মূলত আয়ারল্য়ান্ড, নেদারল্যান্ডস, স্কটল্য়ান্ড থেকে বাইশ গজে প্রতিভা তুলে আনতে আইসিসি'র সঙ্গে যৌথভাবে কাজ করবে এই লিগ ৷ চলতি বছর 15 জুলাই থেকে 3 অগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে লিগটি ৷ ডাবলিন, বেলফাস্ট, অ্যামস্টারডম, রটারডম, এডিনবার্গ এবং গ্লাসগো থেকে ছ'টি দল অংশগ্রহণ করবে ইউরোপিয়ান টি-20 প্রিমিয়র লিগে ৷ বলিউড তারকার যোগসূত্রে ক্রিকেট পাগল দেশ হিসেবে ভারতেও যে লিগ জনপ্রিয় হবে, তা বলাই বাহুল্য ৷