পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ঘাটালে প্রার্থী হিরণ, নাম ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু বিজেপির - হিরণ চট্টোপাধ্যায়

Lok Sabha Elections 2024: লোকসভা ভোটে ঘাটাল থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন হিরণ চট্টোপাধ্যায় ৷ তাঁর নাম ঘোষণা হতেই ঘাটাল ও দাসপুরে দেওয়াল লিখন শুরু করলেন বিজেপি বিধায়কের নেতৃত্বে দলীয় কর্মীরা ৷ প্রার্থীর জয়লাভ করানোই লক্ষ্য তাঁদের ৷

Hiran Chatterjee
হিরণ চট্টোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 2:11 PM IST

হিরণের নামে ঘাটালে দেওয়াল লিখন শুরু বিজেপির

ঘাটাল, 3 মার্চ: নাম ঘোষণা হতেই রাত থেকে হিরণের সমর্থনে দেওয়াল লেখা শুরু ঘাটাল ও দাসপুরে । শনিবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের 20টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি ৷ এই তালিকা অনুযায়ী এবার ঘাটাল থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ ৷ তিনি বর্তমানে খড়গপুরের বিধায়ক ৷ আর সকলেরই জানা ঘাটাল কেন্দ্রে তৃণমূলের সাংসদ রয়েছেন অভিনেতা দেব ৷ তবে কি ঘাটালে দেব-হিরণ দ্বৈরথ দেখা যাবে ? সে তো সময় বলবে ৷ কারণ তৃণমূলের প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি ৷

লোকসভা ভোটে আর বেশিদিন বাকি নেই ৷ যদিও ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি ৷ তবে তার আগেই শনিবার সন্ধ্যায় সারাদেশে প্রথম দফায় 195টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি । দেশের 195টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গের 20টি আসনের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে । এই 20টি আসনের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে হিরণের নাম ঘোষণা করা হয় । ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হতেই শনিবার রাতে এই কেন্দ্রের অন্তর্ভুক্ত দাসপুর বিধানসভার খাঞ্জাপুরে হিরণের সমর্থনে দেওয়াল লেখার মাধ্যমে প্রচার শুরু করে দিলেন বিজেপির নেতা কর্মীরা ।

নাম ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু বিজেপির

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক ও দাসপুর বিধানসভার কনভেনার প্রশান্ত বেরা বলেন, "ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে হিরন্ময় চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ায় বিজেপির নেতা কর্মীরাই নন সেই সঙ্গে ঘাটালবাসীও খুশি । আমরা আশাবাদী ঘাটাল লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ দু'হাত ভরে মোদিজির মনোনীত প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে সমর্থন করবেন এবং আগামী নির্বাচনে হিরণ চট্টোপাধ্যায় জয়লাভ করবেন । ঘাটালের মানুষের হয়ে কথা বলবেন ও ঘাটাল মাস্টার প্ল্যানে সাফল্য আসবে ।"

ঘাটাল থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়

কেবল দাসপুর বিধানসভাই নয়, ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ড এলাকায় দেওয়াল লিখন করা হয় বিজেপির তরফে । হিরণের সমর্থনে দেওয়াল লিখলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট । তিনি বলেন, "ভারতীয় জনতা পার্টি সবদিক দিয়েই প্রস্তুত ৷ আজকেই হিরন্ময় চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হয়েছে ঘাটাল লোকসভার প্রার্থী হিসেবে ৷ আর আজ রাতেই ওঁনার সমর্থনে আমরা দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করে দিয়েছি ৷ আমরা খুশি ও গর্বিত তিনি প্রার্থী হচ্ছেন । ঘাটাল বিধানসভার সর্বত্রই জোরকদমে প্রচার চলবে ৷ আমাদের একটাই লক্ষ্য এই প্রার্থীকে জয়লাভ করানো ।"

প্রার্থীর নাম ঘোষণা হতেই একদিকে যেমন ঘাটাল ও দাসপুরে হিরণের সমর্থনে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি, অপরদিকে হেভিওয়েট প্রার্থী হিসেবে হিরণের নাম ঘোষণা হতেই ঘাটাল শহরের বিভিন্ন দোকানগুলিতেও শুরু হয়ে গিয়েছে ফ্লেক্স তৈরির কাজ ।

আরও পড়ুন:

  1. ঘাটালে কি দেব বনাম হিরণ! চোর সাংসদ মুক্ত কেন্দ্রই লক্ষ্য, টিকিট পেয়ে বললেন প্রার্থী
  2. প্রার্থী ঘোষণা হতেই কালীর চরণে লকেট, নজর কাটাতে লেবু দিয়ে পুজো মা'কে
  3. আসানসোলে দেওয়াল লিখন শুরু পবন সিংয়ের, শুভেচ্ছা জানালেন তৃণমূলের শত্রুঘ্ন

ABOUT THE AUTHOR

...view details