পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

কালিয়াচকে ভাড়া বকেয়া রাখার অভিযোগে তৃণমূলের পার্টি অফিসে তালা বাড়ির মালিকের!

Trinamool Congress: তৃণমূলের পার্টি অফিসের জন্য নেওয়া ঘরের ভাড়া বকেয়া ৷ এই অভিযোগে ঘরে তালা দিয়ে দেন মালিক ৷ রবিবার সন্ধ্যায় পুলিশি মধ্যস্থতায় তালা খোলা হয় ৷ ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের আলিনগর গ্রামে ৷

Trinamool Congress
Trinamool Congress

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 3:59 PM IST

Updated : Feb 19, 2024, 4:58 PM IST

কালিয়াচকে ভাড়া বকেয়া রাখার অভিযোগে তৃণমূলের পার্টি অফিসে তালা বাড়ির মালিকের!

মালদা, 19 ফেব্রুয়ারি: বাড়ি ভাড়া নিয়ে পার্টি অফিস করে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের আলিনগর গ্রামে ৷ অভিযোগ, ভাড়া না পেয়ে বাড়ির মালিক পার্টি অফিসে তালা দিয়ে দেন ৷ পার্টি অফিস খুলতে গেলে তাঁর সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে একপ্রস্থ ঝামেলা হয় রবিবার সন্ধ্যায় ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ খোলা হয় পার্টি অফিস ৷

এই নিয়ে অবশ্য বাড়ির মালিক রবিউল ইসলাম কোনও মন্তব্য করেননি ৷ তবে তাঁর ভাই বাড়ি ভাড়া বকেয়া থাকার কথা স্বীকার করেছেন ৷ তৃণমূলের তরফে আবার কেউ বিষয়টি স্বীকার করছেন, তো কেউ এই ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ৷ কারও কারও অভিযোগ, পুলিশের ভয়ে শেষপর্যন্ত তালা খুলে দিতে বাধ্য হয়েছেন মালিক ৷ যদিও এই নিয়ে পুলিশের তরফে কারও কোনও বক্তব্যই পাওয়া যায়নি ৷

উল্লেখ্য়, গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগে আলিনগর গ্রাম পঞ্চায়েতের অদূরে বাজার এলাকায় একটি বাড়ি ভাড়া নেয় স্থানীয় অঞ্চল তৃণমূল ৷ ওই বাড়িটির মালিক এলাকারই বাসিন্দা রবিউল ইসলাম ৷ ঘরভাড়া নিয়ে বাড়ি মালিকের সঙ্গে লিখিত চুক্তিও হয় ৷ তৃণমূলের তরফে সেই চুক্তিপত্রে স্বাক্ষর করেন আলিনগর অঞ্চল তৃণমূলের সভাপতি ওবায়েদুর রহমান ৷

চুক্তিপত্র অনুযায়ী, ঘরভাড়া বাবদ বাড়ি মালিককে প্রতিমাসে আড়াই হাজার টাকা দিতে হবে রাজ্যের শাসক দলকে ৷ প্রতি তিনমাস অন্তর সেই ভাড়া মেটাতে হবে ৷ তিনমাস ভাড়া না দিতে পারলে ঘর ছেড়ে দিতে হবে ৷ প্রথমদিকে চুক্তিমাফিকই ঘর ভাড়া পাচ্ছিলেন রবিউল সাহেব ৷ অভিযোগ, কিন্তু তারপরেই ভাড়া দেওয়া বন্ধ করে দেয় তৃণমূল ৷ তিনি একাধিকবার অঞ্চল তৃণমূল নেতৃত্বকে বিষয়টি জানান ৷ কিন্তু ভাড়া জোটেনি ৷ এভাবে পেরিয়ে যায় ছ’মাস ৷ শেষ পর্যন্ত রবিউল সাহেব তাঁর ঘরে তালা মেরে দেন ৷ বন্ধ হয়ে যায় তৃণমূলের পার্টি অফিস ৷

রবিউল সাহেবের ভাই নাজিমুল হক বলছেন, “চার বছরের চুক্তিতে ঘরটা ভাড়া দেওয়া হয়েছিল ৷ প্রতি তিনমাস অন্তর ভাড়া দেওয়ার কথা ৷ মাসিক ভাড়ার পরিমাণ ছিল আড়াই হাজার টাকা ৷ চুক্তিপত্রেই লেখা ছিল, তিনমাস ভাড়া না দিলে ঘর থেকে তুলে দেওয়া হবে ৷ ছ’মাস ভাড়া বন্ধ হয়ে যাওয়ায় তৃণমূলের প্রধান সাহেবকে ফোন করি ৷ তিনি প্রথমে ফোন ধরেননি ৷ পরে আজ দেব, কাল দেব বলে ঘোরাতে থাকেন ৷ দিনের পর দিন ভাড়া না পেয়েই দাদা ওই ঘরে তালা মেরে দেন ৷ খবর পেয়ে পুলিশ-প্রশাসনও চলে আসে ৷ পুলিশ ঘর খুলে দিতে বলে ৷ প্রশাসনের উপর আমরা কিছু বলতে পারি না ৷ তাই ঘরের তালা খুলে দিয়েছি ৷”

এই নিয়ে প্রশ্ন করা হলে অঞ্চল তৃণমূলের সভাপতি ওবায়েদুর রহমান পুরো প্রসঙ্গই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ তাঁর দাবি, অফিস খোলা রয়েছে ৷ কেউ ওই ঘরে তালা মারেনি ৷ পুলিশও আসেনি ৷ সংবাদমাধ্যমের কাছে ভুল তথ্য রয়েছে ৷ যদিও কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সারিউল শেখ ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন ৷

তিনি বলেন, “ঘটনাটি শুনেই আমি অঞ্চল সভাপতিকে ফোন করি ৷ তাঁর সঙ্গে কথাও হয়েছে ৷ তিনি জানিয়েছেন, বাড়ি মালিককে ভাড়া মিটিয়ে দেওয়ার কথা তিনি বলেছিলেন ৷ কিন্তু কাউকে কিছু না জানিয়ে বাড়ির মালিক ওই ঘরে তালা মেরে দেন ৷ আজ সকালে অফিস খুলতে গিয়ে তালা দেখা যায় ৷ তবে খুব বেশি টাকার মামলা নয় ৷ অঞ্চল সভাপতিকে বিষয়টি মিটিয়ে নিতে বলেছি ৷ বাড়ির মালিক আজ অশ্লীল কথাবার্তা বলছিলেন ৷ তাঁকে শান্ত করতেই পুলিশ ডাকা হয়েছিল ৷ অন্য কোনও বিষয় নেই ৷”

আরও পড়ুন:

  1. লোকসভার আগে চা শ্রমিকদের মন পেতে একাধিক কর্মসূচি তৃণমূলের
  2. মমতার নির্দেশ, সোমে চোপড়া যাচ্ছে চন্দ্রিমা নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল
  3. বাম জমানায় সামান্য ঠিকাদার থেকে তৃণমূলের ব্লক সভাপতি! হলফনামায় কোটি টাকার সম্পত্তি শিবুর নামে
Last Updated : Feb 19, 2024, 4:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details