পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'আমি এখন ফ্রি বার্ড', তৃণমূল ছেড়ে ভবিষ্যৎ জল্পনা জিইয়ে রাখলেন তাপস - Tapas Roy resigned

Tapas Roy resigns: ইডি অভিয়ানের পর দল পাশে দাঁড়ায়নি। ক্ষোভ উগড়ে লোকসভা ভোটের আগেই দল ছাড়লেন তাপস রায়।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 12:34 PM IST

Updated : Mar 4, 2024, 1:38 PM IST

তৃণমূল ছাড়লেন তাপস

কলকাতা, 4 মার্চ: দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল ছাড়লেন তাপস রায় ৷ এমনকী বরানগরের বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক তাপস রায় ৷ একই সঙ্গে, তাপস রায়ের অভিযোগ, তাঁর বাড়িতে ইডি অভিযানের পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর পাশে না দাঁড়ালেও, সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে ৷ এমনই একাধিক অভিমান সোমবার উঠে এসেছে তাপস রায়ের গলায় ৷ এরপরই জল্পনা জিইয়ে রেখে তাপস রায় জানিয়ে দেন, তিনি এখন 'ফ্রি বার্ড' ৷ তাপস রায়ের কথায়, " আমি এখন কী করব, সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত ৷"

সোমবার দলের বিরুদ্ধেই মূলত একরাশ ক্ষোভ উগড়ে দেন তাপস রায়। বাড়িতে সাংবাদিক বৈঠকে তাপস রায় জানান, তাঁর বাড়িতে ইডি আসার পিছনে দলেরই কারও হাত ছিল। এমনকী দল পাশে দাঁড়ানোর কথা থাকলেও দাঁড়ায়নি বলেও অভিযোগ করেন তিনি। এদিন তাপস রায় বলেন, "কুণাল ঘোষ বাড়িতে এসেছিল ৷ আর তখনই সুব্রত বক্সী তাঁকে শোকজ করে ৷ 52 দিন হয়ে গেলেও দল বা মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ায়নি ৷ বিধানসভায় শেখ শাহজাহানকে টার্গেট করছে ইডি, সেটা বললেন অথচ আমার বাড়িতে ইডি অভিয়ান নিয়ে চুপ থাকলেন মুখ্যমন্ত্রী ৷"

এরপর বিধানসভায় গিয়েও দল ছাড়ার পিছনে একাধিক কারণ জানিয়েছেন তাপস ৷ তবে অন্য কোনও রাজনৈতিকদলে যোগ দেবেন কি না, তা নিয়ে অবশ্য জল্পনা জিইয়ে রাখলেন তাপস রায় ৷ তিনি বলেন, "সন্দেশখালির ঘটনা আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে ৷ আর যাই হোক, তৃণমূল আমার জন্য নয় ৷ আমার একানে থাকার দরকার নেই ৷ দলে ভালো মানুষ নিশ্চয়ই আছে কিন্তু কিছু মানুষের জন্য সকলের নাম খারাপ হচ্ছে ৷ সকলে তো দুর্নীতিপরায়ণ নয় ৷ কিন্তু যেখানেই চোখ পড়ছে সেখানেই দুর্নীতি ৷ এখন আমি ফ্রি বার্ড ৷ আমি কী করব সেটা আমার সম্পূর্ণ সিদ্ধান্ত ৷"

একই সঙ্গে, তিনি বলেন, "23-24 বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক ৷ যখন যা করতে বলা হয়েছে তাই করেছি ৷ এই প্রথম বাজেট অধিবেশন ঠিক মতো করতে পারলাম না ৷ 12 জানুয়ারি আমার বাড়িতে ইডি অভিযান করে কিন্তু সে বিষয়ে দল আমার পাশে দাঁড়ায়নি ৷ দলে যাদের থাকার কথা নয়, বহিস্কার হওয়ার কথা তারা বহাল তবিয়তে আছে ৷" এরপরই বিধানসভার উদ্দেশে রওনা হন তিনি। দলের আচরণে যে তিনি রীতিমতো মর্মাহত, তাও বুঝিয়ে দিয়েছেন তাপস।

পাশাপাশি এদিন বিজেপি সম্পর্কেও মুখ খুলেছেন তাপস রায় ৷ তিনি বলেন, "শেখ শাহজাহানের বাড়িতে ইডি গেলে মুখ্যমন্ত্রী মুখ খোলেন। আমার বেলায় মুখ্যমন্ত্রী-সহ অনেকেই নীরব। সবচেয়ে বড় কথা কখনওই কোনও নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলাম না। আমার বাড়িতে ইডি এলো, বিরোধী দলের নেতারা বলতে পারলেন আমি নির্দোষ। আমার দল নীরব।"

আরও পড়ুন:

  1. তাপসের বাড়িতে ব্রাত্য-কুণালের বৈঠকেও বরফ গলল না
  2. তাপস রায়ের দল ছাড়া নিয়ে জোর জল্পনা! 'কিছুই বলব না', বললেন তৃণমূল বিধায়ক
Last Updated : Mar 4, 2024, 1:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details