কলকাতা, 4 মার্চ: দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল ছাড়লেন তাপস রায় ৷ এমনকী বরানগরের বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক তাপস রায় ৷ একই সঙ্গে, তাপস রায়ের অভিযোগ, তাঁর বাড়িতে ইডি অভিযানের পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর পাশে না দাঁড়ালেও, সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে ৷ এমনই একাধিক অভিমান সোমবার উঠে এসেছে তাপস রায়ের গলায় ৷ এরপরই জল্পনা জিইয়ে রেখে তাপস রায় জানিয়ে দেন, তিনি এখন 'ফ্রি বার্ড' ৷ তাপস রায়ের কথায়, " আমি এখন কী করব, সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত ৷"
সোমবার দলের বিরুদ্ধেই মূলত একরাশ ক্ষোভ উগড়ে দেন তাপস রায়। বাড়িতে সাংবাদিক বৈঠকে তাপস রায় জানান, তাঁর বাড়িতে ইডি আসার পিছনে দলেরই কারও হাত ছিল। এমনকী দল পাশে দাঁড়ানোর কথা থাকলেও দাঁড়ায়নি বলেও অভিযোগ করেন তিনি। এদিন তাপস রায় বলেন, "কুণাল ঘোষ বাড়িতে এসেছিল ৷ আর তখনই সুব্রত বক্সী তাঁকে শোকজ করে ৷ 52 দিন হয়ে গেলেও দল বা মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ায়নি ৷ বিধানসভায় শেখ শাহজাহানকে টার্গেট করছে ইডি, সেটা বললেন অথচ আমার বাড়িতে ইডি অভিয়ান নিয়ে চুপ থাকলেন মুখ্যমন্ত্রী ৷"
এরপর বিধানসভায় গিয়েও দল ছাড়ার পিছনে একাধিক কারণ জানিয়েছেন তাপস ৷ তবে অন্য কোনও রাজনৈতিকদলে যোগ দেবেন কি না, তা নিয়ে অবশ্য জল্পনা জিইয়ে রাখলেন তাপস রায় ৷ তিনি বলেন, "সন্দেশখালির ঘটনা আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে ৷ আর যাই হোক, তৃণমূল আমার জন্য নয় ৷ আমার একানে থাকার দরকার নেই ৷ দলে ভালো মানুষ নিশ্চয়ই আছে কিন্তু কিছু মানুষের জন্য সকলের নাম খারাপ হচ্ছে ৷ সকলে তো দুর্নীতিপরায়ণ নয় ৷ কিন্তু যেখানেই চোখ পড়ছে সেখানেই দুর্নীতি ৷ এখন আমি ফ্রি বার্ড ৷ আমি কী করব সেটা আমার সম্পূর্ণ সিদ্ধান্ত ৷"