কলকাতা, 14 এপ্রিল: বিজেপির ইস্তাহার প্রকাশের পরই তার সমালোচনায় সরব তৃণমূল নেতৃত্ব ৷ মোদির সংকল্পপত্রকে মিথ্যা বললেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা । পয়লা বৈশাখের দিন দুপুরে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শশী পাঁজা ৷ সেখানে তিনি বলেন, "মোদিজী গত 10 বছরে কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি। দশ বছরের অসম্পূর্ণ প্রতিশ্রুতি আজ আবার তুলে ধরা হয়েছে । এক্ষেত্রে মোদি গ্যারান্টি বলে যেটাকে বলা হচ্ছিল তা অসফল হয়েছে । এটা প্রধানমন্ত্রীর সংকল্পপত্র নয় বরং একে জুমলাপত্র বলাই ভালো । এটাকে এভাবেও বলা যায়, মোদি কা গ্যারান্টি জিরো ওয়ারেন্টি ।"
সেদিন যে 14টি পয়েন্ট বিজেপির সংকল্প পথে তুলে ধরা হয়েছে সেগুলি ধরে ধরে তার সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী । তাঁর বক্তব্য,"এদিন সংকল্পপত্রে নারীশক্তির কথা বলা হয়েছে । আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদের বিরুদ্ধে, মহিলাদের ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে । তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে পারছে না বিজেপি । একদিকে তারা লাখপতি দিদি, বা নারী সম্মানের কথা বলছেন । অন্যদিকে এদের সমর্থন করছেন ।"