কলকাতা, 6 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হোক, এমনটাই দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই দাবি নিয়ে তিনি এবার রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন ৷ মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবাদিক বৈঠক করে তিনি এই কথা জানিয়েছেন ৷
তিনি জানিয়েছেন, ক্যাগ রিপোর্ট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবেন ৷ আগামী 9 ফেব্রুয়ারি (শুক্রবার) তাঁর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যাবে ৷ সেখানেই বিজেপির তরফে আবেদন জানানো হবে যে ক্যাগকে দিয়ে মমতা ও মমতার ক্যাবিনেটের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য রাজ্যপাল যেন উদ্যোগী হন ৷
উল্লেখ্য, ক্যাগের রিপোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ করা হয়েছে, তা নিয়ে মঙ্গলবার বিধানসভায় সরব হয় বিজেপি ৷ বিক্ষোভ দেখায় ৷ পরে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা ৷ ক্যাগের ওই রিপোর্টকে 2003 সালের বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘2016 সাল থেকে কী হয়েছে ? রাজ্য সরকার লুকোচ্ছে কেন ? তাহলে এটা নিয়ে বিধানসভায় আলোচনা হচ্ছে না কেন ? আসলে মুখ্যমন্ত্রী অর্থনীতি সম্বন্ধে কিছুই জানেন না । আগে প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রর কথায় তিনি চলতেন । আর এখন 'চোর' হরি কৃষ্ণ দ্বিবেদীর কথায় চলেন । উনি আসলে ক্যাগ কী সেটাই জানেন না । আগে ক্য়াগ নিয়ে মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখেছিলেন অমিত মিত্র ৷ আর এখন অন্ধকারে রাখছেন হরিকৃষ্ণ দ্বিবেদি ।’’
রাজ্যে যে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে তা নিয়ে বিরোধী দলনেতা এ দিন বলেন, ‘‘রাজ্য সরকার বাংলাকে আর্থিক অবস্থা শেষ করে দিচ্ছে । আজ যে এসওপি দেওয়া হয়েছে, তাতে রাজ্য সরকার ভুয়ো অ্যাকাউন্ট ও ভুয়ো জব কার্ডের কথা স্বীকার করেছে ।’’