পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

হনুমান চালিসা পাঠ থেকে স্কুটিতে চেপে প্রচার, সায়নীর রোড শো'য়ে জনজোয়ার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Saayoni Ghosh: প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ যাদবপুরের অলিগলি ঘুরে প্রচার সারছেন তিনি ৷ পিছনে হাঁটছেন শ'য়ে শ'য়ে মানুষ ৷

সায়নী ঘোষ , Saayoni Ghosh
যাদবপুরে সায়নী ঘোষের প্রচারে জনজোয়ার

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 12:53 PM IST

Updated : Apr 15, 2024, 2:00 PM IST

যাদবপুরে সায়নী ঘোষের প্রচারে জনজোয়ার

কলকাতা, 15 এপ্রিল: রাজপুর থেকে বারুইপুর ৷ প্রচারে বেরিয়ে অলিগলি চষে বেড়াচ্ছেন সায়নী ঘোষ ৷ প্রচারকার্যে এতটুকু খামতি রাখছেন না যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। পয়লা বৈশাখে উৎসবের মরশুমেও ঘরে বসে রইলেন না অভিনেত্রী-প্রার্থী । যাদবপুর বিধানসভায় বিধায়ক মলয় মজুমদারের স্কুটিতে চেপে অলিতে গলিতে এদিন রবিবাসরীয় প্রচার সারেন সায়নী । ভাঙড় সোনারপুর বাজার থেকে খন্নের পোল পর্যন্ত তাঁর রোড শো'য়ে যোগ দেন কাতারে কাতারে মানুষ।

প্রচারে প্রতিদিনই দারুণ সব চমক দিচ্ছেন তিনি। পথেই সেরে নিচ্ছেন ভগবান দর্শন। প্রায়ই তাঁকে দেখা যাচ্ছে কখনও কালী মন্দির আবার কখনও শিব মন্দিরে । রবিবার রাজপুর সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের হনুমান মন্দিরে হনুমান চালিসা পাঠ করলেন সায়নী ৷ তাঁর ভক্তিভাবে আপ্লুত হলেন মন্দিরের পূজারী এবং ভক্তবৃন্দ। সায়নীর সঙ্গে এদিন ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম ।

সায়নী ঘোষের নির্বাচনী প্রচার

দিন দু'য়েক আগে সায়নীকে দেখা গিয়েছিল একটু অন্য ভূমিকায় । ঈদের সন্ধ্যায় 'দাবাড়ু'র প্রচারে ময়দানে নেমে পড়েছিলেন আসন্ন লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী। 'দাবাড়ু'র পরিচালক পথিকৃৎ বসুর সঙ্গে দাবা খেলেন তিনি। এরই মাধ্যমে বন্ধুর পরিচালিত ছবির প্রচার করেন সায়নী ।

যাদবপুরে নির্বাচনী প্রচারে সায়নী

ইতিমধ্যেই হাজির পথিকৃৎ বসু পরিচালিত 'দাবাড়ু'র মোশন পোস্টার এবং মুক্তির দিনক্ষণ। আজ হাজির হয়েছে ছবির অফিসিয়াল টিজার । যা দেখে আপ্লুত স্বয়ং মিঠুন চক্রবর্তীও । নির্বাচনী প্রচারের ফাঁকে নিজের এতকালের চেনা ছকে ফের ধরা দিলেন সায়নী ঘোষ। বন্ধু পথিকৃৎ বসুর ছবিকে সমর্থন জানাতে তিনি গড়িয়াহাট চার মাথা মোড়ের 'চেস ক্লাব'-এ হাজির হয়ে খেললেন দাবা। দিলেন মোক্ষম সব চাল।

সায়নী ঘোষের প্রচার

এত সব ব্যস্ততার মাঝেও সায়নী ভোলেননি বাবার জন্মদিন পালন করতে । ক'দিন আগেই ছিল প্রার্থীর বাবার জন্মদিন । বাবাকে নিয়ে আবেগঘন পোস্টও দিয়েছেন সায়নী । বাবাকে সোনার হৃদয়ে মোড়া ইস্পাত মানুষ বলেছেন তৃণমূল প্রার্থী ।

আরও পড়ুন :

  1. কোনও প্রার্থী নয়, আমার লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে: সায়নী
  2. 'কঠিন নয়, যাদবপুরের লড়াই মর্যাদার'; প্রচারে সফরসঙ্গী ইটিভি ভারতকে বললেন সায়নী
  3. প্রচারে এসে সায়নীর চমক, মোমো তৈরি করলেন অভিনেত্রী
Last Updated : Apr 15, 2024, 2:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details